Viral Video: সাদা-কালো দুই বিশাল পোষা পাইথন, ভিডিয়ো ভাইরাল হল ঝড়ের বেগে
সাদা কালো সাপ দুটির লেজ ধরে নিয়ে যাচ্ছিলেন জে। একটার উপর আর একটা সাপ যেভাবে যাচ্ছিল,তা দেখে আপনি শিহরিত হবেন
জে ব্রিউয়ার জে হলেন Reptile Zoo Prehistoric Inc-র প্রতিষ্ঠাতা এবং সিইও। ইনস্টাগ্রামে তিনি নানাবিধ ভিডিয়ো শেয়ার করে থাকেন,যেগুলি তাঁর রেপটাইল জু-র সরীসৃপদের নিয়ে। সেই সব ভিডিয়োগুলিতে আমরা কিছু অদ্ভুত রকমের সাপ দেখে থাকি। অকুতোভয় জে ব্রিউয়ারই একটি হতবাক করার মতো ভিডিয়ো নিয়ে হাজির হয়েছেন। সেই ভিডিয়োতে তাঁকে দেখা গিয়েছে,২টি বিশালাকার পাইথন নিয়ে রীতিমতো হিমশিম খেতে,যাদের একটি সাদা,একটি কালো। সাদা কালো সাপ দুটির লেজ ধরে নিয়ে যাচ্ছিলেন জে। একটার উপর আর একটা সাপ যেভাবে যাচ্ছিল,তা দেখে আপনি শিহরিত হবেন। ভিডিয়োর ক্যাপশনে জে লিখেছেন,’আমার এখানে যতগুলি পাইথন রয়েছে,তাদের মধ্যে এই দুটিই সবথেকে বড়। এরা খুবই আশ্চর্যজনক দেখতে । এরা অনেকের কাছেই খুব বড় হতে পারে,কিন্তু আমার কাছে অনেক ছোট থেকেই ওরা আছে’। প্রায় ৩ মিলিয়নেরও বেশি মানুষ এই ভিডিয়োটি দেখেছেন। লাইক করেছেন,প্রায় ১ লাখ ৬৫ হাজারের কাছাকাছি মানুষ। ক্যালিফর্নিয়ার ফাউন্টেন ভ্যালিতে অবস্থিত জে ব্রিউয়ারের রেপটাইল জু। প্রায় ১০০-রও বেশি ভিন্ন প্রজাতির সাপ রয়েছে এখানে।