Death due to Lightning: বজ্রপাতে মৃত ১৩ গবাদি পশু!

TV9 Bangla Digital | Edited By: আসাদ মল্লিক

Jul 01, 2023 | 6:02 PM

Lightning: দু'টি পৃথক বজ্রপাতের ঘটনায় মৃত্যু বেশ কয়েকটি গবাদি পশু সহ একজনের। গুরুতরআহত বেশ কয়েকজনের আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা চলছে।

 

দু’টি পৃথক বজ্রপাতের ঘটনায় মৃত্যু বেশ কয়েকটি গবাদি পশু সহ একজনের। গুরুতরআহত বেশ কয়েকজনের আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা চলছে।

শুক্রবার বিকালে পৃথক পৃথক ভাবে গোঘাট থানার গোবিন্দপুর ও কোটাপাবা গ্রামে বজ্রপাতের ঘটনায় মৃত্যু ঘটেছে ১ ব্যক্তি সহ ১৩ টি গবাদি পশুর। মৃত ব্যক্তির নাম রমেশ দাস। তার বয়স ৬৩ বছর। বাড়ি গোবিন্দপুর গ্রামে। ভাদুর গ্রাম পঞ্চায়েতের পাশাপাশি এলাকায় একটি গরু ও গোঘাটের কোটাপাবা গ্রামে ১৩ টি ছাগলও মারা গেছে। জানা গেছে, কোটাপাবা গ্রামের তিন মহিলা মাঠে তাদের গবাদি পশু নিয়ে গিয়েছিল। হঠাৎ করেই মেঘাচ্ছন্ন আকাশ হয়। তৎক্ষণাৎ তারা বাড়িতে ফিরে আসতে পারেন নি। সাথে সাথে প্রবল বর্ষন শুরু হয়।সঙ্গে ঘন ঘন বজ্রপাত। মাঠেতেই তারা একটি ত্রিপলের নিচে আশ্রয় নেয় এবং তারপরেই বজ্রপাত শুরু হয়। সেই বজ্রপাতের আঘাতে তিন মহিলা সংজ্ঞাহীন হয়ে পড়েন।ওই তিন মহিলাকে তাদের বাড়ির লোক উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসে।