Uday Anamika Marriage: পাহাড়ে হনিমুনে গিয়েছেন অনামিকা চক্রবর্তী-উদয় প্রতাপ সিং
বিয়ের পর পাহাড়ে হনিমুন করতে গিয়েছেন অনামিকা চক্রবর্তী ও উদয় প্রতাপ সিং। মেঘ-রোদের আদরে গাঢ় হচ্ছে তাঁদের প্রেম। শেয়ার করলেন আদরে-সোহাগে মাখা চুমুর ছবিও। নেটিজেনদের শুভেচ্ছায় ভরেছে কমেন্ট বক্স।
গুরুকে স্মরণ প্রসেনজিতের
প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের গুরু কে জানেন? গুরু পূর্ণিমার দিন সেই গুরুকেই বিশেষ সম্মান জানালেন সুপারস্টার। তিনি আর কেউ নন, অভিনেতার মা রত্না চট্টোপাধ্যায়। মায়ের সঙ্গে এক মিষ্টি ছবি শেয়ার করে তিনি লেখেন, “আমার জীবনের প্রথম গুরু… যিনি আজও প্রতি মুহূর্তে আমাকে অনুপ্রাণিত করেন।”
পাহাড়ে গাঢ় প্রেম
বিয়ের পর পাহাড়ে হনিমুন করতে গিয়েছেন অনামিকা চক্রবর্তী ও উদয় প্রতাপ সিং। মেঘ-রোদের আদরে গাঢ় হচ্ছে তাঁদের প্রেম। শেয়ার করলেন আদরে-সোহাগে মাখা চুমুর ছবিও। নেটিজেনদের শুভেচ্ছায় ভরেছে কমেন্ট বক্স।
সন্দীপ্তার ভুল!
গুরুপূর্ণিমার দিন গুরুকে স্মরণ করে নাচের একটি ভিডিয়ো শেয়ার করেছিলেন সন্দীপ্তা সেন। সেখানেই তিনি লেখেন, “নাচে আমার প্রথম হাতেখড়ি আড়াই বছর বয়সে। আমার জেঠিমার কাছে। তখন মনে হয়, ক্লাস সেভেনে পড়ি। আমার জেঠিমাই এই নাচটা শিখিয়েছিলেন। এত বছর পর আরেকবার চেষ্টা করলাম।” এর পরেই নেটিজেনদের প্রশ্ন, ‘আড়াই বছরে কী করে কেউ সেভেনে পড়তে পারে?’
দেবলীনার উপলব্ধি
দেবলীনা কুমার–পেশায় অভিনেত্রী ও নৃত্যশিল্পী। গুরুপূর্ণিমা উপলক্ষে দেবলীনা করলেন এক বিশেষ পোস্ট। শেয়ার করলেন, ছাত্র-ছাত্রীদের নাচের ঝলক। তাঁর কথায়, “গুরু হওয়ার যোগ্য কি না, ওরাই বলতে পারবে। কিন্তু মন দিয়ে শেখাই, সেটা জানি।”
শুরু নতুন ধারাবাহিক
সোমবার অর্থাৎ ৩ জুলাই থেকে শুরু হল নতুন ধারাবাহিক ‘কার কাছে কই মনের কথা’। যেখানে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করতে দেখা যাবে মানালি দে-কে। অভিনেত্রী TV9 বাংলাকে বলেন, “খুব ঘরোয়া গল্প, আশা করি অনেকেই মিল খুঁজে পাবেন, দর্শকদের ভাল লাগলেই আমাদের পরিশ্রম সার্থক।”
কবে মুক্তি পাচ্ছে ‘অ্যানিমাল’
১১ অগস্ট মুক্তি পাওয়ার কথা ছিল ছবি ‘অ্যানিমাল’-এর। এবার সামনে এল নতুন মুক্তির দিন। চলতি বছর ১ ডিসেম্বর মুক্তি পাবে এই ছবি। রণবীর কাপুর ও রশ্মিকা মন্দানার এই ছবির গান নিয়ে সমস্যা সৃষ্টি হওয়ার জেরেই এই সিদ্ধান্ত।
ধোসা বানালেন সোনু
বর্তমানে রোডিজ় রিয়্যালিটি শো নিয়ে ব্যস্ত রয়েছেন অভিনেতা সোনু সুদ। সেখানেই শুটিং সেটে রীতিমতো রান্না করতে শুরু করে দেন তিনি। ধোসা বানিয়ে খাওয়ান গ্যাং লিডার রিয়া চক্রবর্তীকে। মুহূর্তে সোনু সুদের এই ভিডিয়ো ভাইরাল হল নেটপাড়ায়।
ট্রোল্ড আলিয়া
বেশ কয়েকমাস ধরেই ফারহান আখতারের ছবি ‘জি লে জ়রা’ নিয়ে চর্চা তুঙ্গে। বলিউড সূত্রে খবর, প্রিয়াঙ্কা চোপড়া, ও ক্যাটরিনা কইফ ইতিমধ্যেই এই ছবি থেকে সরে গিয়েছেন। খবর সামনে আসাতেই নেটিজ়েনদের নিশানায় আলিয়া ভাট। কমেন্ট বক্স ভরে উঠল কটাক্ষে: ‘যার সরে যাওয়ার কথা ছিল, তিনিই রয়ে গেলেন।’
অক্ষয়ের লুক
‘ওমাইগড ২’ (OMG 2) ছবি থেকে অক্ষয় কুমারের লুক সামনে এসেছে বহুদিন। এবার শিব অবতারে দেখা যাবে তাঁকে। ছবির নতুন পোস্টার সামনে আসতেই ‘আদিপুরুষ’ প্রসঙ্গ টেনে নেটিজ়েনদের অনুরোধ, ‘আশা করব এই ছবি হিন্দু ধর্মের আবেগে আঘাত হানবে না।’