Indian Railways: এবার প্রতি বৃহস্পতিবার চলুন পুরী
বাঙালির কাছে পুরী ভ্রমণের সুবর্ণ সুযোগ। সুযোগ নিয়ে এল ইস্টার্ন রেলওয়ে। সপ্তাহে প্রতি বৃহস্পতিবার হাওড়া থেকে পুরীর বন্দে ভারত। আর কী রয়েছে?
শীতের ছুটিতে হোক বা বছরে একাধিকবার। এ বাংলার মানুষের কাছে অন্যতম প্রিয় গন্তব্যস্থল পুরী। আর পুরী যাওয়া হয়ে গেল আরও সহজ। এবার শুধুমাত্র এ বাংলার জন্য স্পেশাল বন্দেভারত এক্সপ্রেস। কবে থেকে চলবে সেই স্পেশাল ট্রেন?
হাওড়া- পুরী বন্দে ভারত এক্সপ্রেস, প্রতি বৃহস্পতিবার চলবে এই ট্রেন। স্পেশাল ট্রেন চলবে ১১ জানুয়ারি-২৫ জানুয়ারি পর্যন্ত। বন্দে ভারত হাওড়া থেকে ছাড়বে সকাল ৬.১০ মিনিটে, পুরী পৌঁছবে দুপুর ১২.৩৫ মিনিটে। সেদিনই পুরী থেকে ছাড়বে ১.৫০ মিনিটে,হাওড়া পৌঁছবে রাত ৮.৩০ মিনিটে।
১২টি এসি চেয়ার কার কামরা ও ও ২টি এক্সিকিউটিভ চেয়ার কার কামরা রয়েছে এই স্পেশাল বন্দে ভারত এক্সপ্রেসে। জানুয়ারির উইকেন্ডে বন্দে ভারত এক্সপ্রেস চেপে পুরী ঘোরার সেরা সুযোগ । হাতছাড়া করবেন কী?
Latest Videos
Latest News