Vegatable Market Price Hike: কেন বাড়ছে সবজির দাম? খোঁজ নিলাম আমরা

Vegatable Market Price Hike: কেন বাড়ছে সবজির দাম? খোঁজ নিলাম আমরা

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Jul 03, 2023 | 7:55 PM

কেন লাফিয়ে লাফিয়ে বাড়ছে সবজির দাম? পাইকারি সবজি বাজার, খুচরা সবজি বাজার থেকে চাষীদের অন্দরমহলের খোজ খবর নিল TV9 বাংলা।

কেন লাফিয়ে লাফিয়ে বাড়ছে সবজির দাম? পাইকারি সবজি বাজার, খুচরা সবজি বাজার থেকে চাষীদের অন্দরমহলের খোজ খবর নিলো TV9 বাংলা।

গোঘাটের কামারপুকুর সবজি বাজারে ভোররাত থেকেই চাষিরা আসেন উৎপাদিত সবজি পাইকারি বিক্রি করতে। হুগলির গোঘাটের পাশাপাশি পার্শ্ববর্তী পশ্চিম মেদিনীপুরের চমকাইতলা, সন্ধিপুর, লক্ষ্মীপুর সহ বাঁকুড়া জেলার কোতুলপুর, রামডিহা, গোপীনাথপুর, বৈতল এলাকার সবজি চাষিরা মূলত কামারপুকুরে ভোর রাত থেকেই সবজিবাজারে পাইকারি সবজি বিক্রি করে । এমন কোন সবজি নেই যে এই বাজারে পাইকারি বিক্রি হয় না। হঠাৎ করে কেন লাফিয়ে লাফিয়ে বাড়ছে সবজির দাম খোঁজখবর নিলো tv9 বাংলা। সবজির দাম এত বেড়েছে যে সবজি চাষিরা (৫ কেজি)পাল্লা হিসাবে বিক্রি ছেড়ে কেজি প্রতি পাইকারি বিক্রি করছেন। চাষীদের দাবি একদিকে অত্যাধিক তাপমাত্রায় সবজি চাষে বিঘ্ন ঘটেছে। সবজির জমি বাঁচিয়ে রাখা মূলত কঠিন হয়ে পড়েছিল। তাই উৎপাদন ভালো হয়নি। আবার অন্যদিকে প্রবল বৃষ্টিতে ও ঝড়েও নষ্ট হয়েছে বেঁচে থাকা সবজি। উৎপাদন একেবারে তলানিতে ঠেকেছে। তার ওপর অত্যাধিক হারে কালো বাজারিতে রাসায়নিক সার কিনতে হয়েছে চাষীদের। সবজি বাঁচিয়ে রাখার জন্য অত্যাধিক হারে কীটনাশক প্রয়োগও করতে হচ্ছে। তাই সবজি চাষে উৎপাদন খরচ হয় লাফিয়ে লাফিয়ে বেড়ে যাচ্ছে।তবে চাষিরা প্রশ্ন তুলেছেন সরকারের ভূমিকা নিয়ে তাদের দাবি যখন সবজির দাম বেড়ে যায় তখন বাজারে হানা দেয় সরকারি টাস্কফোর্সের লোকেরা। সারা বছর তাদের দেখা পাওয়া যায় না। কয়েক বছর ধরে যখন চাষিরা কালোবাজারিতে রাসায়নিক সার কিনতে বাধ্য হচ্ছেন তখন টাস্কফোর্সের লোকেরা কোথায় ছিল? যখন চাষিরা ফসলের ন্যায্য দাম পায় না রাস্তায় ফসল ঢেলে দেয় তখন টাস্কফোর্সের লোকেরা কোথায় থাকে?

যদিও সবজির ক্ষেতে গিয়ে দেখা যাচ্ছে সবজি ক্ষেত নষ্ট হয়েছে অত্যাধিক তাপমাত্রায় অন্যদিকে প্রাকৃতিক বিপর্যয় ঝড়-বৃষ্টিতে লণ্ডভণ্ড হয়েছে।

কেজিপ্রতি পাইকারি ও খুচরার তালিকা
——————————–
আলু-চন্দ্রমুখি ২৫ খুচরা
জ্যোতি আলু-১৬ খুচরা
বেগুন-৮০ টাকা পাইকারি-১০০ টাকা খুচরা
ঢেঁড়স-৩৫ টাকা পাইকার-৫০ টাকা খুচরা
ঝিঙা-৪৫ টাকা পাইকারি -৬০ টাকা খুচরা
কাঁচা লঙ্কা-১৮০ টাকা পাইকারি-২৫০ টাকা খুজরা
আদা-২২০ টাকা পাইকারি -৩০০ টাকা খুচরা
রসুন-১৩০ টাকা পাইকারি-১৮০ টাকা খুচরা
পটল-২০ টাকা পাইকার-৪০ টাকা খুচরা
শশা-৪৫ টাকা পাইকারি-৬০ টাকা খুচরা
পেঁয়াজ-২০ টাকা পাইকার-৩০ টাকা খুচরা
করলা-৬০ টাকা পাইকারি-১২০ টাকা খুচরা
টমেটো-১৩০ টাকা পাইকার-১৫০ টাকা খুচরা
মুলা-৮০ টাকা পাইকার-১২০ টাকা খুচরা
বাঁধাকপি-৩০ টাকা পাইকারি -৪০ টাকা খুচরা
ফুলকপি(পিস) -৩৫ টাকা পাইকার-৪৫ টাকা খুচরা
ক্যাপসিকাম-২০০ টাকা পাইকারি -৩০০ টাকা খুচরা
কুমড়ো-১৬ টাকা পাইকারি -২০ টাকা খুচরা