Dog Cat Viral Video: স্নেহ থেকে বঞ্চিত বিড়াল শিশুকে নিজের দুগ্ধ পান করিয়ে আগলে রেখেছে কুকুর!

May 06, 2023 | 1:04 PM

Viral Video: মাতৃস্নেহের এক অন্যরকম নজির। মায়ের স্নেহ থেকে বঞ্চিত একটি বাচ্চা বিড়াল। বিড়াল ছানাটিকে মায়া মমতার স্নেহে আবদ্ধ করে নিজের দুগ্ধ পান করিয়ে আগলে রেখেছে মা কুকুর।

মাতৃস্নেহের এক অন্যরকম নজির। মায়ের স্নেহ থেকে বঞ্চিত একটি বাচ্চা বিড়াল। বিড়াল ছানাটিকে মায়া মমতার স্নেহে আবদ্ধ করে নিজের দুগ্ধ পান করিয়ে আগলে রেখেছে মা কুকুর। বিরল দৃশ্যের সাক্ষী হয়ে রইল পূর্ব বর্ধমানের ভাতার রেলস্টেশন এলাকার বাসিন্দারা। স্থানীয় সূত্রে জানা যায়, ভাতার রেলটেশন সংলগ্ন এলাকার বাসিন্দা শেখ আসগরের বাড়িতে মাস পাঁচেক আগে একটি বিড়াল চারটি বাচ্চা প্রসব করে। কয়েকদিনের মধ্যেই তিনটি বাচ্চাকে নিয়ে পালিয়ে যায় মা বিড়াল। মায়ের স্নেহ থেকে বঞ্চিত হয় একটি বাচ্চা বিড়াল। তাকে মাই কামড়াতে যেত।

বাড়ির লোকেরা বাচ্চাটিকে রেখে দেন। বাচ্চা বিড়ালের মায়ের অভাব পূরণ করে দেয় একটি মা কুকুর। নিজের দুগ্ধ পান করিয়ে বিড়াল ছানাটির দায়িত্বভার নিজের কাঁধে তুলে নেয় মা কুকুরটি। জানা যায়, আসগরের বাড়িতেই থাকতো কুকুরটি। পাঁচ মাস আগে মা কুকুরটি চারটি বাচ্চা জন্ম দেয়। কোনক্রমে বাচ্চাগুলি মারা যাওয়ার কারণে সন্তান হারা হয়ে পরে মা কুকুরটি। একদিকে বাচ্ছা বিড়ালটি মায়ের স্নেহ থেকে বঞ্চিত অন্যদিকে সন্তানহারা হয়ে পড়ে মা কুকুরটি। প্রকৃতির খেয়ালে দুটি প্রাণীর মধ্যে স্নেহ ভালবাসার মধুর সম্পর্ক বিরল হলেও এ ঘটনা বাস্তব। বিগত পাঁচ মাস ধরে মা কুকুরটি তার নিজের দুগ্ধ পান করিয়ে বাচ্চা বিড়ালটিকে বড় করছে। এখনো দুটি প্রাণীর সহাবস্থান ও ভালোবাসার যুগলবন্দি নজর কেড়েছে ভাতার বাসির। তাদের এই সম্পর্ক দেখতে দূর দূরান্তের মানুষজন বাড়িতে হাজির হন।বাড়ির মালিক সেখ আসগর আলী বলেন, দীর্ঘ পাঁচ মাস ধরে এই মা কুকুরটি নিজের দুগ্ধ পান করিয়ে বাচ্চা বিড়াটিকে বড়ো করে তুলছে। দুটি প্রাণীর সম্পর্ক খুবই মধুর। একে অপরকে ছাড়া থাকতে পারে না কোন সময়। বাড়ির মধ্যেই সারাক্ষণ ঘোরাফেরা করে। তবে এই ঘটনা ব্যতিক্রমী বলেই মনে করছেন পশু বিশেষজ্ঞরা। প্রাণীসম্পদ বিকাশ বিভাগের ভাতার ব্লক আধিকারিক শঙ্খ ঘোষের সঙ্গে ফোনে যোগাযোগ হলে তিনি বলেন,” এটা ব্যতিক্রমী ঘটনা। দুইটি পৃথক গোত্রের প্রাণীর মধ্যে এই ঘটনা দেখা যায় না। কোনও একটি প্রাণী যদি মায়ের দুধ না পায়, আবার তার পাশাপাশি অন্য একটি প্রাণীর যদি দুধ থাকা সত্বেও তার শাবক না থাকে তবে পাশাপাশি দুই ভিন্ন গোত্রের প্রাণীর মধ্যে এই ধরনের ঘটনা ঘটতে পারে।