Weather Report: কালীপুজোয় ঘূর্ণিঝড়? মৌসম ভবনের পূর্বাভাসে আশঙ্কা বাংলায়

Weather Report: কালীপুজোয় ঘূর্ণিঝড়? মৌসম ভবনের পূর্বাভাসে আশঙ্কা বাংলায়

আসাদ মল্লিক

|

Updated on: Oct 17, 2022 | 11:15 PM

Weather Forecast: উত্তরবঙ্গ থেকে বিদায় নিয়েছে বর্ষা। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে গোটা বাংলা থেকেই বর্ষার বিদায় নেওয়ার কথা।

কলকাতা: কালীপুজোর আগেই ফের কালো মেঘের চোখরাঙানি। আন্দামান সাগরে হাজির নতুন ঘূর্ণাবর্ত। কালীপুজোয় এবার গভীর নিম্নচাপের আশঙ্কা। ২০ অক্টোবর এই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হতে পারে, আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে এমনটাই। তাহলে কি দীপাবলির রোশনাই ঢাকা পড়বে মেঘের চাদরে?

মৌসম ভবনের তথ্যানুযায়ী, প্রাথমিকভাবে নিম্নচাপ সরবে অন্ধ্র-লাগোয়া উপকূলের দিকে। পরবর্তীতে আরও শক্তি বাড়াতে পারে নিম্নচাপ, এমনটাও জানাচ্ছেন আবহবিদরা। যদিও শক্তিশালী হয়ে নিম্নচাপ অবশেষে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হবে কি না, সেদিকে কড়া নজর রাখছে আলিপুর আবহাওয়া দফতর। অন্যদিকে উত্তরবঙ্গ থেকে বিদায় নিয়েছে বর্ষা। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে গোটা বাংলা থেকেই বর্ষার বিদায় নেওয়ার কথা। “২১ অক্টোবর নিম্নচাপ ঘনীভূত হতে শুরু করবে এবং ২২ অক্টোবর তা গভীর নিম্নচাপে পরিণত হতে পারে”, জানালেন মৌসম ভবনের ডেপুটি ডিরেক্টর জেনারেল সঞ্জীব বন্দ্যোপাধ্যায়।