Hill Stations in India: আবর্জনার পাহাড় এই ৬ টি শৈলশহর

May 13, 2023 | 6:28 PM

Shimla: গরমের ছুটিতে শৈলশহরে বেড়াতে যান অনেকেই। জানেন দেশের সবচেয়ে অপরিচ্ছন্ন কোন ৫টি শৈল শহর। প্রথমেই নাম সিমলার। শ্যামলা মায়ের অর্থাৎ মা কালির নাম থেকে সিমলার নামকরণ।

গরমের ছুটিতে শৈলশহরে বেড়াতে যান অনেকেই। জানেন দেশের সবচেয়ে অপরিচ্ছন্ন কোন ৫টি শৈল শহর। প্রথমেই নাম সিমলার। শ্যামলা মায়ের অর্থাৎ মা কালির নাম থেকে সিমলার নামকরণ। সিমলা, রাজধানী দিল্লি ও আশপাশের অঞ্চলের উইকএন্ড ডেসটিনেশন। এর ফলে ভিড় বাড়ছে সিমলায়, বাড়ছে অপরিচ্ছন্নতা। দিনে দিনে নোংরা, ময়লা আর আবর্জনার পাহাড়ে পরিণত হচ্ছে সিমলা । এর পরেই রাজ্যের শৈলরাণী দার্জিলিং। নিয়ন্ত্রিত পর্যটন এবং অসচেতনতা ধীরে ধীরে দূষণ সূচকে ওপরের দিকে তুলছে দার্জিলিংকে। শুধু গ্রীষ্মেই নয় সারা বছরই দার্জিলিং জমজমাট জনারণ্যে। আর তাই শৈলরাণী নোংরার স্তূপে পরিণত । মধ্যপ্রদেশ পর্যটন দেশের অন্যতম পর্যটন সংস্থা । পাঁচমারির নৈসর্গিক সৌন্দর্য পর্যটকদের আকর্ষণ করে । কিন্তু এখানেও সমস্যার কারণ, মাথাব্যথার কারণ সেই অপরিচ্ছন্নতা । ম্যাক্লিওডগঞ্জ হিমাচলের জনপ্রিয় পর্যটনকেন্দ্র । এখানেও পর্যটকের সংখ্যার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে অপরিচ্ছন্নতা । গরমে এখানে ভিড় বাড়ে ট্যুরিস্টদের । অফবিট পর্যটনকেন্দ্র কাসৌল ক’বছর আগেও ছিল পরিষ্কার পরিচ্ছন্ন । কিন্তু ট্যুরিস্ট ফুটফল যেই বেড়েছে সঙ্গে সঙ্গে এখানে বেড়েছে অপরিচ্ছন্নতা । এখন এখানের হাল বেহাল । অ্যাডভেঞ্চার প্রিয় দেশি বিদেশী পর্যটকদের ঋষিকেশের প্রতি বরাবরের আকর্ষণ । দিল্লির কাছে হওয়ায় এখানে পর্যটকদের ভিড় সবসময়েই বেশি । অ্যাডভেঞ্চার, যোগা আর ভ্রমণের চাপে হাঁসফাঁস অবস্থা ঋষিকেশের ।