Expensive Hotels: ‘বিশ্বের সেরা’ এই হোটেলের খরচ ১০ লক্ষ!
Expensive Hotels: অনেকেরই ইচ্ছে হয় বিলাসবহুল হোটেলে থাকতে। ভারতেও আছে এই রকম বিলাসবহুল হোটেল। যেখানে থাকতে গেলে আপনাকে দিতে হবে অনেক টাকা। সেই হোটেলের একদিন থাকতে হলে খরচ প্রায় কয়েক লক্ষ টাকা। সেই রকম হোটেল আছে ভারতেই। এই হোলের খরচ টেক্কা দিতে পারে সুইজারল্যান্ড, লন্ডনের হোটেলকেও।
অনেকেরই ইচ্ছে হয় বিলাসবহুল হোটেলে থাকতে। ভারতেও আছে এই রকম বিলাসবহুল হোটেল। যেখানে থাকতে গেলে আপনাকে দিতে হবে অনেক টাকা। সেই হোটেলের একদিন থাকতে হলে খরচ প্রায় কয়েক লক্ষ টাকা। সেই রকম হোটেল আছে ভারতেই। এই হোলের খরচ টেক্কা দিতে পারে সুইজারল্যান্ড, লন্ডনের হোটেলকেও। জয়পুরে একটি হোটেল আছে। সেই হোটেলের নাম রামবাগ প্যালেস হোটেল। এই হোটেলের টাটা গ্রুপের দখলে। এই হোটেল সেরা হোটেলের খ্যাতিও পেয়েছে। এই হোটেলে থাকতে গেলে একদিনের খরচ ১০ লক্ষ টাকা। অফ সিজনে রামবাগ প্যালেস হোটেলের খরচ কিছুটা কম থাকে। অফ সিজনে এই হোটেলে একদিনের খরচ প্রায় ৪ লক্ষ টাকা। এই ভবন তৈরি করা হয় ১৮৩৫ সালে। সেই সময় রাজ পরিবারের মানুষেরা থাকতেন সেখানে। মহারানি গায়ত্রী দেবীও থেকেছেন এই ভবনে। তারপরে এই ভবনটি রূপান্তরিত হয় বিলাসবহুল হোটেলে।