South 24 Pargana Panchayat: পঞ্চায়েত সদস্যের নামে নিরুদ্দেশ ঘোষণা
Missing Poster: সাংসদ বা বিধায়ক নন, তৃণমূল পঞ্চায়েত সদস্যের ছবি দিয়ে নিখোঁজ ফ্লেক্স টাঙালেন দক্ষিণ ২৪ পরগনা জেলার মথুরাপুর এক নম্বর ব্লকের দেবীপুর গ্রাম পঞ্চায়েতের ১৩ নম্বর বুথের সিদ্ধেশ্বর এলাকার বাসিন্দারা।
সাংসদ বা বিধায়ক নন, তৃণমূল পঞ্চায়েত সদস্যের ছবি দিয়ে নিখোঁজ ফ্লেক্স টাঙালেন দক্ষিণ ২৪ পরগনা জেলার মথুরাপুর এক নম্বর ব্লকের দেবীপুর গ্রাম পঞ্চায়েতের ১৩ নম্বর বুথের সিদ্ধেশ্বর এলাকার বাসিন্দারা। বাসিন্দাদের অভিযোগ, এই তাপপ্রবাহের মধ্যেও গ্রামের একমাত্র পানীয় জলের টিউবওয়েলটি অকেজো হয়ে পড়ে আছে। অগত্যা পুকুরে জল ফুটিয়ে ব্যবহার করছেন কেউ কেউ। বার বার পঞ্চায়েত সদস্য গৌতম প্রামাণিককে জানিয়েও কোন সুরাহা হয়নি। বেহাল টিউবওয়েলের কথা জানার পর পঞ্চায়েতের দোহাই দিয়ে ফিরিয়ে দিয়েছেন গ্রামবাসীদের। দীর্ঘদিন গ্রামেও আসেন না তিনি। এরপর গ্রামবাসীরা কার্যত বিদ্রুপের ছলে পঞ্চায়েত সদস্যের ছবি দিয়ে নিখোঁজ ফ্লেক্স লাগিয়েছেন। গ্রামে ঢুকলেই সেই ফ্লেক্স চোখে পড়বে। পঞ্চায়েত সদস্য গৌতম প্রামাণিকও দেখেছেন ফ্লেক্স। তিনি বলেন, গরম পড়তেই পানীয় জলের সমস্যা বেড়েছে। পঞ্চায়েতকে বারে বারে জানিয়েছি। আমাকে হেয় করার জন্য এই নিখোঁজ ফ্লেক্স দিয়েছে। বিজেপির রায়দিঘি ৬ নম্বর মণ্ডল সভাপতি ঝন্টুরাম মিস্ত্রি ওই গ্রামের বাসিন্দা। তিনি বলেন, উনি টানা দশ বছরের পঞ্চায়েত সদস্য। আগের বার পঞ্চায়েত প্রধান ছিলেন। উনি এই গ্রাম থেকে জিতলেও আসেন না। যাদের দায়িত্ব দেওয়া আছে তাঁরা কাটমানি ছাড়া কিছু বোঝেন না। আমরা চাই দ্রুত পানীয় জলের ব্যবস্থা করা হোক।