Wheels Of Vande Bharat: বাংলায় তৈরি হবে বন্দে ভারতের চাকা

TV9 Bangla Digital | Edited By: সুপ্রিয় ঘোষ

Jun 28, 2023 | 3:21 PM

ভারতের প্রধানমন্ত্রী মোদী সব সময় দেশীয় প্রযুক্তিকে প্রাধান্য দিয়েছেন। ভারত বিদেশের উপরে নির্ভরশীলতা কমিয়েছে অনেকটাই। ভারতীয় রেলের চাকা তৈরি হবে ভারতেই। রামকৃষ্ণ ফোর্জিং এবং টিটাগড় ওয়াগনস বানাবে এই চাকা।

ভারতের প্রধানমন্ত্রী মোদী সব সময় দেশীয় প্রযুক্তিকে প্রাধান্য দিয়েছেন। ভারত বিদেশের উপরে নির্ভরশীলতা কমিয়েছে অনেকটাই। ভারতীয় রেলের চাকা তৈরি হবে ভারতেই। রামকৃষ্ণ ফোর্জিং এবং টিটাগড় ওয়াগনস বানাবে এই চাকা। আগামী ২০ বছরের মধ্যে এই ২টি সংস্থা মোট ১৫.৪ লক্ষ চাকা তৈরি করবে। চাকা বানাতে খরচ হবে প্রায় ১২,২২৬.৫ কোটি টাকা। উৎপাদন শুরু করার একবছরের মধ্যে ভারতীয় রেলকে ৪০,০০০ চাকা সরবরাহ করবে এই সংস্থা। এই সংস্থা চাকা উৎপাদন বাড়াবে হবে প্রথম বছরের তুলনায়। দ্বিতীয় বছরে ৬০,০০০ চাকা তৈরি করবে এই সংস্থা। তারপরের বছর থেকে ৮০,০০০ চাকা বানাতে হবে এই দুই সংস্থাকে। বন্দে ভারত থেকে আধুনিক ট্রেনের কামরাতে এই চাকা ব্যবহার করা হবে। প্রথমে বন্দে ভারত এক্সপ্রেসের চাকা আনার কথা ছিল ইউক্রেন থেকে। রাশিয়া-ইউক্রেনের যুদ্ধের জন্য সেখান থেকে চাকা আমদানি করা যায়নি। ইউরোপ ও আমেরিকার বাজার থেকে চাকা আনতে গেলে চাকার খরচ অনেকটাই বেড়ে যেত। তাই চাকা তৈরির সিদ্ধান্ত ভারতেই করা হয়।