Air Conditioner: নন-ইনভার্টার এসি কিনবেন নাকি ইনভার্টার এসি?

Mar 03, 2023 | 11:42 AM

Air Conditioner: নন-ইনভার্টার এসি কিনবেন নাকি ইনভার্টার এসি?

গরমকাল মানেই বাজারে একের পর এক AC নিয়ে হাজির হবে ইলেকট্রনিক সংস্থাগুলি।কোন এসিটি আপনার কেনা উচিত।এখন প্রশ্ন হল ইনভার্টার এসি ও নন-ইনভার্টার এসি কি?ইনভার্টার এসির বড় সুবিধা হচ্ছে, ইনভার্টার এসির কমপ্রেসর মোটরটি প্রয়োজনমতো তার চলার গতি পরিবর্তন করতে পারে।ইনভার্টার এসিতে এমন একটি সেন্সর থাকে, যা ঘরের তাপমাত্রার ওপর নির্ভর করে, কমপ্রেসর পুরোপুরি বন্ধ না করে, মোটরটির চলার গতি কমিয়ে দেয়।এই কারণে বিদ্যুৎ খরচ কমে আসে।নন ইনভার্টার এসির কমপ্রেসর বারবার চালু-বন্ধ হয়, তাই অনেক বেশি বিদ্যুৎ খরচ হয়।এটি সুনির্দিষ্ট তাপমাত্রা নিয়ন্ত্রণ, ভাল দক্ষতা এবং কম শব্দের মাত্রা বজায় রাখতে সাহায্য করে।নন-ইনভার্টার এসি মূলত ইনভার্টার এসির বিপরীত।এগুলি ফিক্সড-স্পিড কম্প্রেসার সহ প্রচলিত এসি।ঘরের ঠান্ডা কিছুটা বেশি হয়ে গেলেই, এর কম্প্রেসারটি বন্ধ করে দেয়, আবার গরম কিছুটা বেড়ে গেলে আবার সেটিকে চালু করে দেয়।এই অন অফ হওয়ার ব্যাপারটা পুরোপুরি একজন ব্যবহারকারীর সেটিংস বা নির্ধারিত তাপমাত্রার উপর নির্ভর করে।ইনভার্টার এসি সাধারণ এসি থেকে এগিয়ে।ইনভার্টার এসিতে আপনার ঘর দ্রুত ঠান্ডা হবে, কারণ এসি চালু হবার সময়ে ইনভার্টার এসি সাধারণ এসির চেয়ে বেশি শক্তি খরচ করে দ্রুত ঘর ঠান্ডা করে, এরপর শক্তি কমিয়ে ধীরে চলতে থাকে।নন-ইনভার্টার এসি চালুর সময় স্বাভাবিক শক্তিতেই চালু হয়, কিছু সময় ধরে ঘর ঠান্ডা করার পর আবার পুরো বন্ধ হয়।ঘরের তাপমাত্রা বেড়ে গেলে আবার চালু হয়।বেশিরভাগ মানুষকে নন-ইনভার্টার এসির পরিবর্তে ইনভার্টার এসি ব্যবহার করতে দেখা যায়।