Garuda Purana: শবদেহের মাথায় কেন লাঠির আঘাত করা হয়?

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

May 30, 2023 | 2:48 PM

জীবনে জন্ম মৃত্যু কেউ বলতে পারেন না। মৃত্যুর পর অনেক নিয়ম মেনে চলতে হয়। হিন্দু ধর্মে এই নিয়ম গুলো বলা আছে। অন্ত্যেষ্টিক্রিয়ার সময় মৃতের পরিবারকে কিছু কাজ করতে হয়,যতে মৃত ব্যক্তির আত্মা শান্তি পায়।

Follow Us

জীবনে জন্ম মৃত্যু কেউ বলতে পারেন না। মৃত্যুর পর অনেক নিয়ম মেনে চলতে হয়। হিন্দু ধর্মে এই নিয়ম গুলো বলা আছে। অন্ত্যেষ্টিক্রিয়ার সময় মৃতের পরিবারকে কিছু কাজ করতে হয়,যতে মৃত ব্যক্তির আত্মা শান্তি পায়। মৃত ব্যক্তির আত্মা শান্তির জন্য কপাল ক্রিয়া করতে হয়। এই কপাল ক্রিয়ার সময় লাঠি দিয়ে আঘাত করতে হয় মৃত ব্যক্তির মাথায়। শুনতে অবাক লাগলেও কথাটা সত্যি। কপাল ক্রিয়া করা হয় ২টি কারণে। তন্ত্রমন্ত্রের জন্য কখনও মরে যাওয়া ব্যক্তির মাথার খুলি ব্যবহার করা উচিৎ না। জাগতিক বন্ধন থেকে মুক্ত দেওয়া হয় কপাল ক্রিয়ার মাধ্যমে। মৃত ব্যক্তির সদস্যরা কপাল ক্রিয়ার সময় শোক পালন করেন। তাঁদের ধারণা মৃতের আত্মা স্বর্গে বাস করে।মথার খুলি ভাঙ্গলে মৃতব্যক্তি মোক্ষ লাভ করে। কিন্তু তন্ত্রসাধনার জন্য মৃতের খুলি ব্যবহার হয়। তান্ত্রিকরা অপব্যবহার করে থাকেন খুলি ও আত্মার। এইভাবে কষ্ট দেওয়া হয় মৃত ব্যক্তির আত্মাকে।

জীবনে জন্ম মৃত্যু কেউ বলতে পারেন না। মৃত্যুর পর অনেক নিয়ম মেনে চলতে হয়। হিন্দু ধর্মে এই নিয়ম গুলো বলা আছে। অন্ত্যেষ্টিক্রিয়ার সময় মৃতের পরিবারকে কিছু কাজ করতে হয়,যতে মৃত ব্যক্তির আত্মা শান্তি পায়। মৃত ব্যক্তির আত্মা শান্তির জন্য কপাল ক্রিয়া করতে হয়। এই কপাল ক্রিয়ার সময় লাঠি দিয়ে আঘাত করতে হয় মৃত ব্যক্তির মাথায়। শুনতে অবাক লাগলেও কথাটা সত্যি। কপাল ক্রিয়া করা হয় ২টি কারণে। তন্ত্রমন্ত্রের জন্য কখনও মরে যাওয়া ব্যক্তির মাথার খুলি ব্যবহার করা উচিৎ না। জাগতিক বন্ধন থেকে মুক্ত দেওয়া হয় কপাল ক্রিয়ার মাধ্যমে। মৃত ব্যক্তির সদস্যরা কপাল ক্রিয়ার সময় শোক পালন করেন। তাঁদের ধারণা মৃতের আত্মা স্বর্গে বাস করে।মথার খুলি ভাঙ্গলে মৃতব্যক্তি মোক্ষ লাভ করে। কিন্তু তন্ত্রসাধনার জন্য মৃতের খুলি ব্যবহার হয়। তান্ত্রিকরা অপব্যবহার করে থাকেন খুলি ও আত্মার। এইভাবে কষ্ট দেওয়া হয় মৃত ব্যক্তির আত্মাকে।

Next Video