Bike Tail Light: কেন বাইকের টেইল ল্যাম্প লাল?
Bike Tail Light: বাইকের পিছনের আলো বা টেল লাইট কেন লাল রঙেরই হয়? জানেন? বিপদ সংকেতের রঙ লাল। কেন? কোন কারণে লাল রঙের ব্যবহার? আসলে লাল রঙ অন্য রঙের চেয়ে বেশি দৃশ্যমান। কারণ লাল রঙের তরঙ্গ দৈর্ঘ্য অন্য রঙের চেয়ে বেশি।
বাইকের পিছনের আলো বা টেল লাইট কেন লাল রঙেরই হয়? জানেন? বিপদ সংকেতের রঙ লাল। কেন? কোন কারণে লাল রঙের ব্যবহার? আসলে লাল রঙ অন্য রঙের চেয়ে বেশি দৃশ্যমান। কারণ লাল রঙের তরঙ্গ দৈর্ঘ্য অন্য রঙের চেয়ে বেশি। তাই লাল রঙ বহুদূর থেকে দেখা যায়। এই কারণে সব গাড়ি আর সিগনালেও লাল রঙের ব্যবহার। লাল রঙের তরঙ্গ দৈর্ঘ্য ৬২০ থেক ৭৫০ ন্যানোমিটার। এরপর কমলার তরঙ্গ দৈর্ঘ্য ৫৯০ থেকে ৬২০ ন্যানোমিটার। তারপর হলুদ রঙ ৫৯০ ন্যানোমিটার। তারপর সবুজ ৫৭০ ন্যানোমিটার। নীল রঙের তরঙ্গ দৈর্ঘ্য ৪৫০ থেকে ৪৯৫ ন্যানোমিটার। এই কারণে লাল রঙ যেকোনও অবস্থায় অন্য রঙের চেয়ে বেশি উজ্জ্বল। আর তাই সব গাড়ির টেল লাইটের লাল রঙ। দ্রত গতির যানবাহন অন্য গাড়ির টেল লাইট দেখে সতর্ক হয়। গাড়ি বা বাইকের টেল লাইটের রঙ পরিবর্তন শাস্তিযোগ্য অপরাধ। কেউ এমন করলে মোটর ভেহিকল আইনে তা কড়া শাস্তির মুখোমুখি হবেন। টেল লাইটের লাল রঙ রাখা বাধ্যতামূলক। অন্য রঙ করা নিষিদ্ধ।