White Car: ভারতে কেন সাদা গাড়ির সর্বাধিক বিক্রি?

May 13, 2023 | 6:05 PM

White Car: ভারতীয়রা কোন রঙের গাড়ি পছন্দ করেন? ২০২১ ও ২০২২ এর সমীক্ষা বলছে ৪৩% ভারতীয় সাদা গাড়ি পছন্দ করেন । সরকারি গাড়ির ক্ষেত্রে সাদা রঙের গাড়ি দেখা যায় ।

ভারতীয়রা কোন রঙের গাড়ি পছন্দ করেন? ২০২১ ও ২০২২ এর সমীক্ষা বলছে ৪৩% ভারতীয় সাদা গাড়ি পছন্দ করেন । সরকারি গাড়ির ক্ষেত্রে সাদা রঙের গাড়ি দেখা যায় । কেন ভারতীয়রা সাদা গাড়ি কেনেন । রংচঙে গাড়ির চাইতে গ্রীষ্মপ্রধান আমাদের দেশে সাদা রঙের গাড়ির ভিতর বেশি ঠাণ্ডা থাকে । পছন্দের নিরিখে সাদার পরেই আছে কালো, ধুসর, রুপালি, নীল ও লাল রঙের গাড়ি । সাদা গাড়ির রক্ষণাবেক্ষণের খরচ তুলনামূলক ভাবে কম।

সেকেন্ড হ্যান্ড হিসাবে বিক্রির সময়ে সাদা গাড়ির ভাল দাম পাওয়া যায় । গাড়ির রঙ যত ঝলমলে হয় তত সেই মডেলের দাম বেশি হয় । উত্তর ভারতে বিক্রি হওয়া গাড়ির ৬৬% ই সাদা । দক্ষিণ ভারতের ৩৪% গাড়ির রঙ সাদা । পূর্ব ভারতে সাদা গাড়ি কেনেন ১৪% মানুষ । বিলাসবহুল গাড়ি কেনার সময়ে ৬১% ভারতীয় সাদা রঙের গাড়ি পছন্দ করেন । পুরুষ গ্রাহকরা সাদা রঙ বেশি পছন্দ করেন । আর স্টিয়ারিঙে বসা মহিলা গ্রাহকদের প্রিয় ঝলমলে অন্যন্য রঙের গাড়ি । সাম্প্রতিক সময়ে মহিলা গ্রাহকদের সংখ্যা বাড়ছে । তাই অচিরেই সাদা গাড়ির আধিপত্য কমবে বলেই ধারনা অটোমোবাইল বিশেষজ্ঞদের।