Furfura Panchayat: খুলল ফুরফুর পঞ্চায়েত
গত ১০ ই আগস্ট দফায় দফায় অশান্তির মাঝেই বোর্ড গঠন করে তৃণমূল।তার পর থেকেই অস্থির পরিস্থিতির সৃষ্টি হয় এলাকায়।বোর্ড গঠনের ১৮ দিন পর আজ বিনা বাঁধায় এবং প্রশাসনের সহযোগিতায় খোলা হলো পঞ্চায়েত।
গত ১০ ই আগস্ট দফায় দফায় অশান্তির মাঝেই বোর্ড গঠন করে তৃণমূল।তার পর থেকেই অস্থির পরিস্থিতির সৃষ্টি হয় এলাকায়।বোর্ড গঠনের ১৮ দিন পর আজ বিনা বাঁধায় এবং প্রশাসনের সহযোগিতায় খোলা হলো পঞ্চায়েত। ইতি মধ্যেই শুরু হয়েছে প্রশাসনিক কাজ কর্ম।পঞ্চায়েত খোলার খবর পেতেই স্থানীয় বাসিন্দারাও তাদের প্রয়োজনীয় কাজ মেটাতে হাজির হয়েছেন পঞ্চায়েতে। পঞ্চায়েতের সদ্য নির্বাচিত উপ প্রধান মৃগাঙ্ক মোহন মাল জানান এতদিন এলাকায় ভয়ের বাতাবরণ তৈরি করে রেখেছিল আই এস এফ কর্মীরা।আজ প্রশাসনিক সহযোগিতায় পঞ্চায়েত খোলা হলো।এতদিন সাধরণ মানুষ এলাধীক পরিষেবা থেকে বঞ্চিত ছিলেন সাধরণ মানুষের অসুবিধা হচ্ছিল।তবে তিনি নিশ্চিত নন যে স্বাভাভিক ভাবেই পঞ্চায়েত পরিচালনা করে যাবে বলে।আবারও অশান্তির বাতাবরণ তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন পঞ্চায়েত উপ প্রধান। যদিও আই এস এফের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় আই এস এফ নেতৃত্ব। আই এস এফ জেলা সভাপতি লক্ষিকান্ত হাঁসদা জানান উপ প্রধানের অভিযোগ ভিত্তিহীন,বোর্ড গঠনের দিন সাধরণ মানুষের সাথে পুলিশের গন্ডগোল হয় এর সাথে আই এস এফ যুক্ত নয়।এলাকায় যে ভয়ের পরিস্থিতি তৈরি হয়ে আছে তা যাতে স্বাভাভিক হয় সে নিয়ে ইতি মধ্যেই আই এস এফের তরফ থেকে প্রশাসন কে জানানো হয়েছে।