উপলক্ষ্য নারী… দিবস-রজনী | পর্ব ৩ : মহিলা চালিত মিষ্টির দোকানে কেন এত ভীড়?
সিঙ্গল মাদার ও তাঁর মেয়ে হাওড়ায় এক মিষ্টির দোকান চালাচ্ছেন: 'ঘোষাল অ্যান্ড ডটার'।
‘ঘোষাল অ্যান্ড ডটার’। অমুক অ্যান্ড ব্রাদার্স বা তমুক অ্যান্ড সন্স দোকানের নাম হয় সাধারণত। সিঙ্গল মাদার ও তাঁর মেয়ে হাওড়ায় এক মিষ্টির দোকান চালাচ্ছেন: ‘ঘোষাল অ্যান্ড ডটার’। সমস্ত ট্রেন্ড ভেঙে দুই নারীর নামে নামকরণ হয়েছে এই দোকানের। এই নাম দেখেই আসেন বহু মানুষ।
Published on: Mar 08, 2021 09:17 AM