FIFA World Cup 2022: বিশ্বকাপের ফুটবল মাত্র পাঁচশো টাকায়!
এ বারের বিশ্বকাপের ফুটবলও (Football) পাওয়া যাচ্ছে ময়দানে। তাও আপনার ভাবনার কম দামে।
বিশ্বকাপ জ্বরে কাবু গোটা দুনিয়া। আর তিন দিন পর কাতারে শুরু হয়ে যাবে ফুটবলের মহাযজ্ঞ। কাতার বিশ্বকাপকে (Qatar World Cup 2022) কেন্দ্র করে তরতরিতে উত্তেজনা বাড়ছে। বিশ্বকাপের উন্মাদনা দেখা যাচ্ছে কলকাতাতেও (Kolkata)। ময়দান মার্কেটে গেলে ফুটবল প্রেমীরা ফুটবলের সব কিছু পাবেন এবং সস্তায়। এ বারের বিশ্বকাপের ফুটবলও (Football) পাওয়া যাচ্ছে ময়দানে। তাও আপনার ভাবনার কম দামে। বিশ্বাস না হতেই পারে। কিন্তু, হ্যাঁ এটাই সত্য়ি পাঁচশো থেকে সাতশো টাকায় বিক্রি হচ্ছে ফিফার (FIFA) ফুটবল। হুবহু দেখতে। কেউ বুঝতেই পারবেন না এই ফুটবল আসল নাকি নকল। এই বল হাতে পাওয়া মানে যেন দুধের স্বাদ ঘোলে মেটানো। কলকাতার মার্কেটে এই বলের চাহিদাও ভালোই রয়েছে।