World Deepest Hotel: মাটির ১৩৭৫ ফুট নীচে রাত কাটাতে চান?
মাটির গভীরে ঘুমোতে চান? ১,৩৭৫ ফুট নীচে তৈরি করা হয়েছে বিলাসবহুল হোটেল। স্নোডোনিয়া পাহাড়ের নীচে আছে একটি খনি। সেখানেই আছে এই গভীরতম হোটেলটি। হোটেলটির নাম ‘ডিপ স্লিপ’। এই খনিতে রাত কাটানোর সুযোগ পাবেন আবাসিকরা।
মাটির গভীরে ঘুমোতে চান? ১,৩৭৫ ফুট নীচে তৈরি করা হয়েছে বিলাসবহুল হোটেল। স্নোডোনিয়া পাহাড়ের নীচে আছে একটি খনি। সেখানেই আছে এই গভীরতম হোটেলটি। হোটেলটির নাম ‘ডিপ স্লিপ’। এই খনিতে রাত কাটানোর সুযোগ পাবেন আবাসিকরা। এই খনির রাস্তা বেশ খাড়া। এই হোটেলে পাবেন ৪টি প্রাইভেট টুইন-বেড কেবিন। অতিথিদের জন্য খোলা থাকে এই হোটেলটি শুধু শনিবার রাতের জন্য। এখানে আসার জন্য অতিথিদের আসতে হবে ব্লেনাউ এফফেস্টিনিয়োগ শহরে। সেখান থাকবে একজন গাইড। সেই গাইড অতিথিদের নিয়ে যায় হোটেলে। হোটেলে ঢোকার সময় দেওয়া হয় পানীয়। এই হোটেলের তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস। ওয়াইফাই ব্যবহারের সুযোগ পাবেন এখানে। ঝর্ণার জলও আসে এই হোটেলে। ২ জনের জন্য আপনাকে খরচ করতে হবে ৩৬,২৫০ টাকা।