World’s Driest Place: এই শহরে বৃষ্টির দেখা নেই
Driest Places in Earth: বিশ্বের বেশ কয়েকটি দেশ আছে যেখানে খুব কম বৃষ্টি হয়। এই তালিকাতে সবার ওপরে আছে মিশরের আসওয়ান। এখানে বৃষ্টি প্রায় হয় না বললেই চলে। আসওয়ানের আবহাওয়া মরভূমির মতো। আফ্রিকার তিম্বুকটু শহরে প্রায় বৃষ্টির দেখা মেলে না।
বিশ্বের বেশ কয়েকটি দেশ আছে যেখানে খুব কম বৃষ্টি হয়। এই তালিকাতে সবার ওপরে আছে মিশরের আসওয়ান। এখানে বৃষ্টি প্রায় হয় না বললেই চলে। আসওয়ানের আবহাওয়া মরভূমির মতো। আফ্রিকার তিম্বুকটু শহরে প্রায় বৃষ্টির দেখা মেলে না। সারা বছর খরা থাকে । চাষের কাজেও এর প্রভাব দেখা যায়। মিশরের কায়েরো শহরটি তৃতীয় স্থানে আছে। এই শহরে আছে গিজার পিরামিড। ইরাকের বাগদাদ শহরটি সারা বছরই গ্রীষ্মকাল। রিয়াধে খুব কম বৃষ্টি হয় । মক্কা শহরেও খুব কম বৃষ্টিপাত হয় । এখানকার তাপমাত্রা ৪৫ ডিগ্রিতে পৌঁছেছিল। এই গরমে অনেক ভারতীয় মারা গিয়েছে। দুবাইয়ে বৃষ্টি হয় নামমাত্র। লিমা শহরেও খুব কম বৃষ্টি হয়। অ্যালিস স্প্রিং শহরটি মরুভূমির পাশে অবস্থিত। এখানেও বৃষ্টি কম হয়।