Flying Car: বিশ্বের প্রথম উড়ন্ত গাড়ি
বিদেশে যানজটের জন্য গন্তব্যে যেতে দেরি হয়। কিন্তু এবার সেই সমস্যা থেকে মুক্তি পাবেন। ২০২২ সালে বাজারে এসেছিল উড়ন্ত গাড়ি। অ্যালেফ অ্যারোনটিক্স সংস্থাটি এই গাড়ি বানিয়েছিল। কিন্তু তখন এই গাড়িটি চলাচলের ছাড়পত্র পায়নি ।
বিদেশে যানজটের জন্য গন্তব্যে যেতে দেরি হয়। কিন্তু এবার সেই সমস্যা থেকে মুক্তি পাবেন। ২০২২ সালে বাজারে এসেছিল উড়ন্ত গাড়ি। অ্যালেফ অ্যারোনটিক্স সংস্থাটি এই গাড়ি বানিয়েছিল। কিন্তু তখন এই গাড়িটি চলাচলের ছাড়পত্র পায়নি । সেই গাড়িকে এবার ছাড়পত্র দিল মার্কিন যুক্তরাষ্ট্র। অ্যালেফের এই গাড়িটি চলবে সম্পূর্ণ ব্যাটারি চালিত। ২জনের বসার সিট আছে এই গাড়িতে। অ্যালেফের এই গাড়িতে যেতে গেলে খরচ পড়বে, প্রায় ২.৫ কোটি টাকা। সংস্থার দাবি, এই গাড়ি করে খুব সহজেই যানজট এড়ানো যাবে। এমনকি এই গাড়িতে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা খুব কম। সংস্থার দাবি, তারা ৪৪০ টি উড়ন্ত গাড়ি তৈরি করার অর্ডার পেয়েছে। অ্যালেফের এই গাড়ি চাপতে পারবেন ব্যক্তিগত গ্রাহক এবং কর্পোরেট গ্রাহকও। গাড়িটি ঘন্টায় ৪০ কিলোমিটার গতিতে উড়তে পারবে। অ্যালেফের এই গাড়িটির ফ্লাইট রেঞ্জ ১৮০ কিলোমিটার। আলাদা করে কোন রানওয়ের দরকার পড়বে না এই গাড়িটি যাওয়ার জন্য। সংস্থার তরফ থেকে জানানো হয়েছে ২০২৫ সালে এই গাড়ি ডেলিভারি করা হবে।