Maheshtala Accident News: মোবাইল গেম কেড়ে নিল ২ যুবকের প্রাণ

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Sep 29, 2023 | 4:50 PM

মোবাইলের গেম কেড়ে নিলো দুই যুবকের তরতাজা প্রাণ। বজবজ শিয়ালদা শাখার মহেশতলার আকড়া পশ্চিম কেবিনের কাছেই রেললাইনে বসে মোবাইলে গেম খেলতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু হল দুই যুবকের। জানা যায় শিয়ালদা থেকে বজবজ গামী ট্রেনের ধাক্কায় ঘটে এই দুর্ঘটনা।

মোবাইলের গেম কেড়ে নিলো দুই যুবকের তরতাজা প্রাণ। বজবজ শিয়ালদা শাখার মহেশতলার আকড়া পশ্চিম কেবিনের কাছেই রেললাইনে বসে মোবাইলে গেম খেলতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু হল দুই যুবকের। জানা যায় শিয়ালদা থেকে বজবজ গামী ট্রেনের ধাক্কায় ঘটে এই দুর্ঘটনা। এরপরই স্থানীয়রা দেখতে পেয়ে ভিড় জমাতে থাকে এলাকায় এবং খবর দেওয়া হয় রেল পুলিশ কে।

তবে দেখা যায় দুর্ঘটনার পরই দুটি দেহ বেশ খানিক ক্ষণ পরে থাকে রেললাইনে এবং তার ওপর দিয়ে চলে যায় বেশ কয়েকটি ট্রেন।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রেল পুলিশের আধিকারিকরা। মৃত এক যুবক ওই এলাকার বাসিন্দা এবং অপর এক যুবক আকড়া ফটকের বাসিন্দা বলে জানা গেছে।মৃত এক যুবকের নাম শেখ চাঁদ।