Phone Theft News: ফোন হারালে আর চিন্তা নেই
ফোন চুরি হলে বা হারালে এখন আর চিন্তা নেই। সরকারই খুঁজে দেবে সেই হারানো ফোন। এখন আমরা ফোনেই সব গুরুত্বপূর্ণ তথ্য ও নথি রাখি। ফোন খোয়া গেলে তাই বড় সমস্যায় পড়তে হয়। কেন্দ্র সরকারের টেলিকমিউনিকেশন মন্ত্রক আনছে একটি পোর্টাল। আগামী ১৭ মে বিশ্ব টেলিকম দিবসে চালু হবে এই পোর্টাল।
ফোন চুরি হলে বা হারালে এখন আর চিন্তা নেই। সরকারই খুঁজে দেবে সেই হারানো ফোন। এখন আমরা ফোনেই সব গুরুত্বপূর্ণ তথ্য ও নথি রাখি। ফোন খোয়া গেলে তাই বড় সমস্যায় পড়তে হয়। কেন্দ্র সরকারের টেলিকমিউনিকেশন মন্ত্রক আনছে একটি পোর্টাল। আগামী ১৭ মে বিশ্ব টেলিকম দিবসে চালু হবে এই পোর্টাল। কেন্দ্রীয় টেলিকম মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের উদ্যোগে তৈরি এই পোর্টালের নাম ‘সঞ্চার সাথী’। হারানো ফোন খুঁজে পেতে এবং ডেটা চুরি রুখতে কাজ করবে সঞ্চার সাথী। কেবল হারানো ফোন খুঁজে পাওয়াই নয় সেই ফোন ব্লক করতেও পারবেন। একটি সিম কার্ডে কতগুলি নম্বর সক্রিয় তাও পরীক্ষা করা যাবে এই পোর্টালে। অনেকটা অ্যাপেলের ফাইন্ড মাই ফোন ফিচারের মতো কাজ করবে এই পোর্টাল।
Latest Videos