Latest Viral Video: কিছু সাপ খুবই বিপজ্জনক। তার এক ঝলক একজন মানুষের হৃদস্পন্দন বাড়িয়ে দেয়। একবার কল্পনা করে দেখুন, আপনি বাথরুমে গেলেন আর তার কোমডে মুখ বাড়িয়ে রয়েছে একটি বিশাল সাপ! কী অবস্থাটা হবে বলুন তো তখন! ঘটনাটা শুনে আপনার ফিল্মি মনে হতে পারে! আসলে কিন্তু তা নয়। সত্যিই এমনটা হয়েছে। থাইল্যান্ডের সেই ঘটনা নেটিজ়েনদের মনে ভয় ধরিয়ে দিয়েছে। সুবি পরমাস নামে এক মহিলার বাড়ির টয়লেট থেকে উদ্ধার করা হয় 12 ফুটের লম্বা একটি অজগর। সাপটিকে পরে সাবধানে টয়লেট থেকে সরিয়ে নিরাপদে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়। সেই ঘটনারই একটি ভিডিয়ো এখন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।
স্থানীয় মিডিয়া রিপোর্টে উল্লেখ করা হয়েছে, থাইল্যান্ডের সামুত প্রাকান শহরের এক বাসিন্দা সুবি নামের ওই মহিলা। রাতে খাওয়াদাওয়ার পরে তিনি যখন টয়লেট গিয়েছিলেন, হাত ধোওয়ার সময়ই তাঁর নজরে আসে কোমড থেকে মুখ বের করে আছে একটি সাপ। পাইথনের মাথাটি দেখার পরে প্রথমে তিনি হতবাক হয়ে যান। প্রথমে কিছুক্ষণ ধরে বুঝতেই পারেননি, কী করবেন! তারস্বরে চিৎকার করতেই সেখানে হাজির হন মহিলার স্বামী। তিনিও সাপটিকে দেখা মাত্রই উদ্ধারকারী দলকে ফোন করেন।
12-foot python pops his head out from someone’s toilet 😱 pic.twitter.com/bN946q8tC4
— The Dodo (@dodo) April 9, 2023
মাইক্রোব্লগিং সাইট X-এ ভিডিয়োটি পোস্ট করা হয়েছে দ্য ডোডো নামক একটি হ্যান্ডেল থেকে। সেখানে ক্যাপশনে লেখা হয়েছে, 12 ফুট লম্বা একটি অজগর টয়লেটে তার মাথা বের করেছিল। তবে সাপটিকে উদ্ধার করতে গিয়েও রীতিমতো বেগ পেতে হয়েছে উদ্ধারকারী দলের সদস্যদের। ব্যাপক ভাইরাল হয়েছে এই ভিডিয়ো। খুব অল্প সময়ের মধ্যেই তার ভিউ 5 লাখের কাছাকাছি হতে চলেছে।
উদ্ধারকারী দল সেখানে দ্রুত পৌঁছে যাওয়ার সঙ্গেই বুঝতে পারে যে, এই সাপটিকে উদ্ধার করা আসলে কতটা কঠিন। কারণ, পাইপের ভিতরে সাপটি খুবই খারাপ ভাবে আটকে ছিল। তার থেকেও বড় কথা হল, সাপটি এতটাই বড় ছিল যে তাকে একবারে বের করাও কঠিন ছিল। তবে তারা অনেক চেষ্টার পরে সাপটিকে উদ্ধার করে। তারা পরিমাপ করেও দেখায় যে, সেটি 12 ফুট লম্বা ছিল।