Viral Video: 1933 সালের বিয়ের কার্ড, কী লেখা আছে এতে? আপনিও পড়ে দেখুন

TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস

Jan 01, 2023 | 2:13 PM

Old Wedding Invitation Card: এই বিয়ের কার্ডটি সাদা কাগজে সম্পূর্ণ উর্দুতে লেখা। ইন্টারনেটে ভাইরাল হওয়া বিয়ের কার্ডটি 89 বছর আগে 1933 সালে।

Viral Video: 1933 সালের বিয়ের কার্ড, কী লেখা আছে এতে? আপনিও পড়ে দেখুন
কার্ডে স্পষ্টভাবে উর্দু ভাষায় লেখা।

Follow Us

Latest Viral Video: আজকের উন্নত প্রযুক্তির যুগে, অনেক কিছুই আলোচনার বিষয়বস্তু হয়ে ওঠে। আপনারা অনেকেই আপনার বাবা-মায়ের বিয়ের কার্ড দেখেছেন, কিন্তু কখনও কি ভেবে দেখেছেন দাদু-ঠাকুমার সময়কালে বিয়ের কার্ডগুলো কেমন হতো? এমনই একবিয়ের কার্ড ইন্টারনেটে ভাইরাল হয়েছে। বিয়ের কার্ডটি উর্দুতে লেখা 89 বছর পুরনো। যা দেখে নেটিজেনদের একাংশ অবাক। বর্তমানে আগাম প্রযুক্তিতে বিয়ের কার্ড ছাপা হচ্ছে নানা স্টাইলে। বিভিন্ন রঙে নানা ডিজাইনের। তবে আগের সময়ে বিয়ের কার্ডগুলি ছিল সাদামাটে। সম্প্রতি এমনই একটি বিয়ের কার্ড ইন্টারনেটে সবার নজর কাড়ছে। এই বিয়ের কার্ডটি সাদা কাগজে সম্পূর্ণ উর্দুতে লেখা। ইন্টারনেটে ভাইরাল হওয়া বিয়ের কার্ডটি 89 বছর আগে 1933 সালে।

এই বিয়ের কার্ডের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে SonyaBattla2 নামে এক ব্য়বহারকারী শেয়ার করেছেন। পুরনো বিয়ের কার্ড পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘1933 সালে আমার দাদা-দাদির (দাদু-ঠাকুমা) বিয়ের আমন্ত্রণপত্র।’

একজন ব্যক্তি তার ছেলের বিয়ের জন্য 1933 সালের 23 এপ্রিল এই চিঠিটি লিখেছেন। কার্ডে স্পষ্টভাবে উর্দু ভাষায় লেখা, “নবী মোহাম্মদের প্রতি আমার শ্রদ্ধা। শ্রদ্ধেয় স্যার, ঈশ্বর আপনার মঙ্গল করুন এবং আমি এই ভাল সময়ের জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানাই। আমার ছেলে হাফিজ মোহাম্মদ ইউসুফের বিয়ে স্থির হয়েছে 2 এপ্রিল, 1933 রবিবার।”

কার্ডে আরও লেখা আছে, “আমি আপনাকে আমার বাড়িতে আসার আমন্ত্রণ জানাচ্ছি, যেখান থেকে আমরা নিকাহের (মুসলিমদের বিবাহ অনুষ্ঠান) জন্য কিষাণগঞ্জে কনের বাড়িতে যাব। এর পর হবে নৈশভোজ। তারিখটা 1933 সালের 24 এপ্রিল।” 89 বছর বয়সী এই বিয়ের কার্ডটি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। এখনও পর্যন্ত 8 হাজারের বেশি মানুষ লাইক করেছেন।

এই বিয়ের কার্ড দেখে ব্যবহারকারীরা বিভিন্ন কমেন্ট করেছেন। একজন ব্যবহারকারী লিখেছেন, “উর্দু খুব সুন্দর ভাষা। তবে এখানে কোথাও কনের নাম নেই।” আরেকজন উচ্ছোসিত হয়ে লিখেছেন,”কত সুন্দর ভাবে লেখা।”

Next Article