Viral Video: নিরাপত্তা রক্ষীর একটা ঘুষিতেই কাহিল হয়ে পড়লেন এক ক্রেতা! দেখুন ভাইরাল ভিডিয়োয়

কী এমন ঘটল যে ঘুষি মারতে বাধ্য হলেন নিরাপত্তা রক্ষী! আর সেই এক ঘায়েতেই কাতর হয়ে পড়লেন ওই যুবক। এমনই এক ঘটনা ঘটেছে যুক্তরাজ্যের একটি নামী সুপারমার্কেট। আর সেই ঘটনার ছবি ধরে পড়েছে সুপারমার্কেটের সিসিটিভি ক্যামেরায়।

Viral Video: নিরাপত্তা রক্ষীর একটা ঘুষিতেই কাহিল হয়ে পড়লেন এক ক্রেতা! দেখুন ভাইরাল ভিডিয়োয়
নিরাপত্তা রক্ষীর আঘাতে আহত ওই ব্যক্তি
Follow Us:
| Edited By: | Updated on: Oct 28, 2021 | 1:41 PM

কী এমন ঘটল যে ঘুষি মারতে বাধ্য হলেন নিরাপত্তা রক্ষী! আর সেই এক ঘায়েতেই কাতর হয়ে পড়লেন ওই যুবক। এমনই এক ঘটনা ঘটেছে যুক্তরাজ্যের একটি নামী সুপারমার্কেট। আর সেই ঘটনার ছবি ধরে পড়েছে সুপারমার্কেটের সিসিটিভি ক্যামেরায়। যুক্তরাজ্যের এই নামী সুপারমার্কেটটির নাম আসদা। এই দোকানটি এসেক্সের সাউথেন্ড-অন-সি-এর কাছে শোবারিনেস শহরের কাছে। সেখানেই এই ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে।

এই সমগ্র ঘটনাটি ধরে পড়েছে দোকানের সিসিটিভি ক্যামেরার। সিসিটিভি ক্যামেরার ফুটেজেই দেখা গেছে যে, ধূসর হুডিতে সুপারমার্কেটে ভিতর ঢুকে সিকিউরিটি গার্ডের দিকে এসে আসছে। সেই সময় ওই নিরাপত্তা রক্ষী এক ঘুষি মারে তাঁর মুখে। আর সঙ্গে সঙ্গেই লোকটি মেঝেতে পড়ে যায়। তখন ওই নিরাপত্তা রক্ষী তাকে ধরে দোকানের বাইরে ফেলে দিয়ে আসে।

দেখুন সেই ভাইরাল ভিডিয়ো…

দোকানের বাইরেও যেহেতু সিসিটিভি ক্যামেরা রয়েছে তাই সেখানেও ধরা পড়েছে বাকি দৃশ্য। নিরাপত্তা রক্ষী ওই ব্যক্তিকে আঘাত করার পর যখন দোকানের বাইরে ফেলে দিয়ে আসে, তখন ওই ব্যক্তির মাথা কংক্রিটের মেঝে লেগে রীতিমত বাউন্স করে। যদিও নিরাপত্তা রক্ষী তাঁর দিকে ফিরেও তাকায় না এবং সে ভিতরে চলে আসে।

নিরাপত্তা রক্ষীর ওই একটি ঘুষিই যে যথেষ্ট ছিল তা হারে হারে টের পাচ্ছেন ওই ব্যক্তি। কারণ মার খাওয়ার পর তাঁর উঠে দাঁড়াতে বেশ সময় লাগে। এই চিত্র যদিও সিসিটিভি ক্যামেরার ফুটেজেই ধরা পড়েছে। এছাড়াও এই সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা গেছে যে যখন ওই ব্যক্তি নিজেকে সামলে ওই জায়গা থেকে ওঠার চেষ্টা করছে এবং ওই দোকান ছেড়ে চলে যাওয়ার চেষ্টা করছে তখন তাঁর নাক থেকে রক্ত ঝরে পড়ছে মাটিতে।

এই আঘাত এতটাই তীব্র ছিল যে যখন আর এক ব্যক্তি দোকান থেকে বেরিয়ে ওই আহত ব্যক্তিকে তাঁর ফোন দেয়, তখন সে সেটাও ধরে রাখতে সক্ষম হয় না। কিছুক্ষণ পরে আর এক ব্যক্তি বাইরে বেরিয়ে ওই আহত ব্যক্তিকে উঠে দাঁড়াতে সাহায্য করে। তারপরেই ওই ব্যক্তি ওই দোকান ছেড়ে চলে যায়। কিন্তু কেন এমন ঘটনা ঘটল তার কোন সূত্র পাওয়া যায়নি। তবে আসদার কর্তৃ‌পক্ষ একটি সংবাদমাধ্যমকে জানিয়েছে যে এই বিষয়ে তদন্ত শুরু হয়েছে।

আরও পড়ুন: এবার ‘মানি কে মাগে হিতে’-এর গানে সুর মেলাল এক বাচ্চা মেয়ে, হাতে টেডি বিয়ার নিয়েই নেটপাড়া মাতালো সে…

আরও পড়ুন: গাড়িতে করেই ২,০০০ লিটার জল বহন করেন ‘মটকা ম্যান’! ভিডিয়ো শেয়ার করলেন স্বয়ং মাহিন্দ্রা…

আরও পড়ুন: অস্ট্রেলিয়ার একজন ব্যক্তি ১০০০ ডলারের গরম চিপসে নিজেকে ঢেকে রেখেছেন, দেখুন সেই ভাইরাল ভিডিয়ো