AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Viral Video: গাড়িতে করেই ২,০০০ লিটার জল বহন করেন ‘মটকা ম্যান’! ভিডিয়ো শেয়ার করলেন স্বয়ং মাহিন্দ্রা…

ভিডিয়োটি প্রায় ৬৩,০০০ ভিউ পেয়েছে। এই সংখ্যা ক্রমশই বেড়ে চলেছে। আলগ নটরাজনের উদ্যোগের জন্য লোকেরা প্রশংসা করে চলেছেন।

Viral Video: গাড়িতে করেই ২,০০০ লিটার জল বহন করেন 'মটকা ম্যান'! ভিডিয়ো শেয়ার করলেন স্বয়ং মাহিন্দ্রা...
| Edited By: | Updated on: Oct 26, 2021 | 3:58 PM
Share

বিজনেস টাইকুন আনন্দ মাহিন্দ্রার টুইটার অ্যাকাউন্ট অত্যন্ত আকর্ষণীয় এবং তথ্যপূর্ণ পোস্টে ভরা। প্রতিবার, মাহিন্দ্রা কঠিন পরিস্থিতিতে থাকা মানুষের করা কাজ শেয়ার করে সবাইকে মুগ্ধ করে থাকেন। তাঁর সাম্প্রতিক টুইটে মাহিন্দ্রা দিল্লির বিখ্যাত মটকা ম্যানের একটি ভিডিয়ো শেয়ার করেছেন। কীভাবে তিনি সারা শহরের মানুষকে বিশুদ্ধ পানীয় জল সরবরাহ করে চলেছেন সেই ভিডিয়ো দেখিয়েছেন তিনি।

ভিডিয়োটি দেখুন:

আলগ নটরাজন, দিল্লির মটকা ম্যান নামেও পরিচিত। তিনি নিয়মিত দিল্লির বিভিন্ন এলাকায় পানীয় জল সরবরাহ করেন। মানুষের জলের চাহিদা মেটাতে, তিনি তার পেনশন, জীবন সঞ্চয় এবং শুভানুধ্যায়ীদের কাছ থেকে অনুদান ব্যবহার করে ২০২১ সালের সেপ্টেম্বরে একটি মাহিন্দ্রা বোলেরো ম্যাক্সি-ট্রাক কিনেছিলেন। তার ওয়েবসাইটের একটি বিবরণ অনুসারে, ট্রাকে দুটি ১,০০০ লিটারের জলের ট্যাঙ্ক লাগানো আছে। মহিন্দ্রা নটরাজনকে তাঁর সম্প্রদায়ের এই সেবা করার জন্য ধন্যবাদ জানিয়েছেন।

মাহিন্দ্রা ভিডিয়োটির ক্যাপশন দিয়েছেন,”ইনি একজন সুপারহিরো যিনি সম্পূর্ণ মার্ভেল ঘরানার চেয়েও বেশি শক্তিশালী। মটকা ম্যান। তিনি ইংল্যান্ডের একজন উদ্যোক্তা ছিলেন এবং একজন ক্যানসার বিজয়ী। যিনি ভারতে নীরবে দরিদ্রদের সেবা করার জন্য ফিরে এসেছিলেন। আপনাকে ধন্যবাদ স্যার, বোলেরোকে আপনার এই মহৎ কাজের একটি অংশ করে সম্মানিত করার জন্য।”

ভিডিয়োটি প্রায় ৬৩,০০০ ভিউ পেয়েছে। এই সংখ্যা ক্রমশই বেড়ে চলেছে। আলগ নটরাজনের উদ্যোগের জন্য লোকেরা প্রশংসা করে চলেছেন।

আরও পড়ুন: বিমানবন্দরে নিরাপত্তারক্ষীকে স্যালুট, বাচ্চা ছেলের আচরণে মুগ্ধ নেট দুনিয়া

আরও পড়ুন: এবার ‘মানি কে মাগে হিতে’-এর গানে সুর মেলাল এক বাচ্চা মেয়ে, হাতে টেডি বিয়ার নিয়েই নেটপাড়া মাতালো সে…

আরও পড়ুন: মাঠের বাইরে এ কোন রূপে মহিলা ক্রিকেট দলের এই সদস্যরা? দেখুন ভাইরাল ভিডিয়োয়