AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Viral Video: বিমানবন্দরে নিরাপত্তারক্ষীকে স্যালুট, বাচ্চা ছেলের আচরণে মুগ্ধ নেট দুনিয়া

নেটিজ়েনদের প্রায় সকলেই এই ভিডিয়ো দেখে খুব খুশি হয়েছেন। সকলেই বলছেন, দু'তরফের (বাচ্চা ছেলেটি এবং নিরাপত্তারক্ষী) একে অন্যের প্রতি আচরণ সত্যিই মুগ্ধ করে দেয়। 

Viral Video: বিমানবন্দরে নিরাপত্তারক্ষীকে স্যালুট, বাচ্চা ছেলের আচরণে মুগ্ধ নেট দুনিয়া
বেঙ্গালুরু বিমানবন্দরে এই দৃশ্য ধরা পড়েছে।
| Edited By: | Updated on: Oct 26, 2021 | 12:14 PM
Share

সোশ্যাল মিডিয়ায় বাচ্চাদের বিভিন্ন ধরনের ‘মিষ্টি’ ভিডিয়ো আজকাল ভাইরাল হয়। শত মন খারাপের ভিড়েও আপনার ঠোঁটের কোণায় এক চিলতে হাসি ফুটিয়ে এইসব ভিডিয়ো অনায়াসে আপনার দিন ভাল করে দিতে পারে। তেমনই একটি ভিডিয়ো সম্প্রতি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সাধারণত বাচ্চাদের ভিডিয়োতে একরত্তিদের হাবভাব আর কাণ্ড-কারখানা দেখে হাসিতে লুটিয়ে পড়েন নেটিজ়েনরা। তবে সম্প্রতি ভাইরাল হওয়া এক বাচ্চা ছেলের সুন্দর আচরণ দেখে মুগ্ধ হয়েছেন নেটিজ়েনরা।

টুইটারে ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা গিয়েছে, বিমানবন্দরে থাকা এক নিরাপত্তারক্ষীকে স্যালুট করছে একটি বাচ্চা ছেলে। পাল্টা স্যালুট জানিয়েছেন ওই নিরাপত্তারক্ষীও। শোনা গিয়েছে, বেঙ্গালুরুর বিমানবন্দরে এই ভিডিয়ো তোলা হয়েছে। বয়সে ছোট হলেই ও বাচ্চা ছেলের আচরণ দেখে খুশি হয়েছেন নেটিজ়েনরা। সামনে থাকানিরাপত্তারক্ষীকে যে স্যালুট করতে হয় সেকথা মোটেইভোলেনি বাচ্চাটি। এমনিতে বাচ্চাদের ভিডিয়োতে দেখা যায় যে, হয় তার দারুণ কিছু করে একদম তাক লাগিয়ে দিয়েছে। নয়তো ভীষণ মজার কোনও আচরণ করেছে।

তবে সেইসব মজার ভিডিয়োর তুলনায় এই বাচ্চা ছেলের ভিডিয়ো একটু অন্যরকম। জানা গিয়েছে, বেঙ্গালুরুর বিমানবন্দরে নিজের বাবার হাত ধরে যাচ্ছিল বাচ্চাটি। হঠাৎই বাবার হাত ছেড়ে দাঁড়িয়ে পড়ে যে। অবাক হয়ে বিস্ময়ের সঙ্গে তাকিয়ে থাকে সামনে দাঁড়ানো নিরাপত্তারক্ষীর দিকে। তারপরই নিরাপত্তারক্ষীর দিকে তাকিয়ে স্যালুট করে বাচ্চাটি। জবাবে পাল্টা স্যালুট করেন নিরাপত্তারক্ষী। টুইটারে এই ভিডিয়ো শেয়ার করেছে অভিষেক কুমার ঝা নামের এক ব্যক্তি। অভিষেক জানিয়েছেন, বেঙ্গালুরুর বিমানবন্দরে এমন গর্বের মুহূর্তের সাক্ষী ছিলেন তাঁর এক বন্ধু। তিনিই এই ভিডিয়ো তুলেছেন।

দেখুন বিমানবন্দরের সেই ভিডিয়ো

গত ২৪ অক্টোবর এই ভিডিয়ো শেয়ার করা হয়েছে। ইতিমধ্যেই ৭১ হাজারের বেশি ভিউ হয়েছে এই ভিডিয়োর। বাচ্চা ছেলেটির ভূয়সী প্রশংসা করেছেন টুইটারিয়ানরা। ভিডিয়োর সঙ্গে ব্যাকগ্রাউন্ড স্কোর হিসেবে আবার ব্যবহার করা হয়েছে অক্ষয় কুমার অভিনীত ‘কেশরী’ ছবির গান ‘তেরি মিট্টি’। অভিষেক নামের যে ব্যক্তি এই ভিডিয়ো টুইটারে শেয়ার করেছেন, তিনি আবার অক্ষয় কুমার, পরিণীতি চোপড়া (ছবির অভিনেত্রী), বি প্রাক (এই গানের গায়ক) এবং মনোজ মুন্তাশির (গানের গীতিকার)- কেও এই ভিডিয়োতে ট্যাগ করেছেন।

নেটিজ়েনদের প্রায় সকলেই এই ভিডিয়ো দেখে খুব খুশি হয়েছেন। সকলেই বলছেন, দু’তরফের (বাচ্চা ছেলেটি এবং নিরাপত্তারক্ষী) একে অন্যের প্রতি আচরণ সত্যিই মুগ্ধ করে দেয়।

আরও পড়ুন- Viral Video: এবার ‘মানি কে মাগে হিতে’-এর গানে সুর মেলাল এক বাচ্চা মেয়ে, হাতে টেডি বিয়ার নিয়েই নেটপাড়া মাতালো সে…

আরও পড়ুন- Viral Video: এবার কাশ্মীর সমস্যার সমাধানে এল সুপারম্যান, ওয়ান্ডার ওম্যান! নেট দুনিয়ায় শুরু হল তুমুল সমালোচনা…