Viral Video: পুকুরে নেমে প্রমাণ সাইজের কাতলা হাত দিয়ে ধরলেন এই যুবতী, সাহস দেখে তাজ্জব সকলে

Latest Viral Video: একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে, যেখানে এক মহিলা পুকুরে নেমেছেন মাছ ধরতে। কোনও জাল নেই, এমনকি অনেকে গামছা দিয়ে মাছ ধরেন, তাও নেই। কিন্তু অনায়াসেই একটি মস্ত বড় কাতলাকে বাগে এনে ফেললেন কয়েক মিনিটের মধ্যেই।

Viral Video: পুকুরে নেমে প্রমাণ সাইজের কাতলা হাত দিয়ে ধরলেন এই যুবতী, সাহস দেখে তাজ্জব সকলে
Follow Us:
| Edited By: | Updated on: May 20, 2023 | 1:58 PM

Viral Video Today: মাছ ধরা খুব ধৈর্য্যের কাজ। বেশ অনেকক্ষণ সময় ধরে বসে থাকতে হয় ছিপ ফেলে। অনেকেই শখে মাছ ধরেন। আবার জেলেরা একটি বিরাট বড় জাল ফেলে দেয়, আর উঠে আসে প্রচুর মাছ। কিন্তু আপনি কখনও কোনও জাল ছাড়া শুধু হাতে করে মাছ ধরেছেন? তাই আবার মস্ত বড় একটি কাতলা? শুনেই চমকে উঠলেন তো? ইন্টারনেটে এমন অনেক ভিডিয়ো দেখা যায়, যা দেখলে নিজের চোখকে বিশ্বাস করতে পারেন না মানুষ। তেমনই একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে, যেখানে এক মহিলা পুকুরে নেমেছেন মাছ ধরতে। কোনও জাল নেই, এমনকি অনেকে গামছা দিয়ে মাছ ধরেন, তাও নেই। কিন্তু অনায়াসেই একটি মস্ত বড় কাতলাকে বাগে এনে ফেললেন কয়েক মিনিটের মধ্যেই। ভিডিয়োটি দেখলে আপনার চোখ কপালে উঠবে। সাধারণত দেশের অধিকাংশ এলাকায় মানুষকে ভিন্নভাবে মাছ ধরতে দেখা যায়। যেখানে কেউ কেউ নদী ও পুকুরে জাল দিয়ে মাছ ধরে। আবার কোথাও কোথাও হুক দিয়ে মাছ ধরতেও দেখা যায়। কিন্তু এমনভাবে মাছ ধরতে আপনি আগে কখনও দেখেছেন?

ভিডিয়োয় দেখা যাচ্ছে, এক মহিলা জলে নেমেছেন মাছ ধরবেন বলে। সেই পুকুরে আরও অনেককেই আছে। বেশি গভীরও না। তার কাদায় ভর্তি। সেই পুকুরেই হঠাৎ একটি বড় মাছ নড়ে উঠতেই খপাৎ করে ধরে ফেললেন ওই মহিলা। মাছটি আকারে এতটাই বড় যে, তাকে জাপটে ধরতে হল। তারপর তাকে বাগে এনে ডাঙায় উঠে এলেন। ভিডিয়োটি শেয়ার করার পর থেকেই অসংখ্য মানুষের নজর কেড়েছে।

এই ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় ক্রমশ ভাইরাল হচ্ছে। ভিডিয়োটি pet_travel_eat নামের একটি প্রোফাইল থেকে ইনস্টাগ্রামে পোস্ট করা হয়েছে। এখনও পর্যন্ত এক লাখ 73 হাজারেরও বেশি ব্যবহারকারী লাইক করেছেন এবং 32 লাখের বেশি মানুষ এটি দেখেছেন। মহিলার সাহস ও নির্ভীক স্বভাব দেখে অনেকে অনেক কমেন্টও করেছেন।