Alcohol Bad Effects: ঠিক কতটা মদ খাওয়া উচিত দিনে?
শীত পড়তেই রাতে একটু রাম। কারও আবার প্রিয় মদ হুইস্কি। ঝিমিয়ে যাওয়া শরীর। ঢুলুঢুলু চোখ। রাত বাড়ে,নেশাতুর মনটা আরও ডুবতে থাকে নেশায়। পার্টি বা উৎসব তো ছয় মাসে নয় মাসে একবার। কিন্তু একজন মানুষের ঠিক কতটা মদ খাওয়া উচিত দিনে?
শীত পড়তেই রাতে একটু রাম। শরীরটা নিমেষে উষ্ণতা অনুভব। কারও আবার রামের গন্ধটা সহ্য হয় না। প্রিয় মদ হুইস্কি। রাত বাড়ে। কথা বাড়ে। গ্লাসগুলো খালি হয়। আবার ভর্তি হয়। আবার খালি। সামনে আবার উৎসবের মরসুম। তাই এক দুদিন একটু লাগামছাড়া মনোভাব থাকেই। গ্লাস শেষ হয় নিমেষে। আবার রাম বা হুইস্কি কিংবা ভদকার সঙ্গে মেশে জল। কখনও কোল্ড ড্রিঙ্ক বা একটু লেবুর রস। রেড ওয়াইনও চলে পার্টিতে।
ঝিমিয়ে যাওয়া শরীর। ঢুলুঢুলু চোখ। রাত বাড়ে,নেশাতুর মনটা আরও ডুবতে থাকে নেশায়। পার্টি বা উৎসব তো ছয় মাসে নয় মাসে একবার। কিন্তু একজন মানুষের ঠিক কতটা মদ খাওয়া উচিত দিনে? হু প্রকাশ করেছে একটি রিপোর্ট। যা উৎসবের আগেই মাথায় বাজ ফেলেছে সুরাপায়ীদের।
Latest Videos