Viral Video: রোবটকেও লজ্জায় ফেলতে পারে এই ধোসা বিক্রেতা..

ধোসা রান্না করা থেকে শুরু করে তা কেটে পরিবেশন করা পর্যন্ত তিনি আলোর থেকেও দ্রুত গতিতে কাজ করছেন।

Viral Video: রোবটকেও লজ্জায় ফেলতে পারে এই ধোসা বিক্রেতা..
আনন্দ মহিন্দ্রার শেয়ার করা ধোসা বিক্রেতার ভিডিয়ো
Follow Us:
| Edited By: | Updated on: Aug 19, 2021 | 3:59 PM

মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রার চেয়ারপার্সন আনন্দ মহিন্দ্রাকে কে না চেনে! উনি সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয়, এবং তাঁর এই জনপ্রিয়তার কারণ হল তাঁর সোশ্যাল মিডিয়ার পোস্ট। তাঁর অর্ধেকের বেশি ট্যুইটার পোস্টই বেশ অনুপ্রেরণামূলক। তার সাথে তিনি পোস্ট করেন সাধারণ মানুষের ভিডিয়ো। যার মধ্যে জুগাড় থেকে শুরু করে রয়েছে সাধারণ মানুষের বিভিন্ন প্রতিভা ও দক্ষতার ভিডিয়ো। এমনই এক সাধারণ মানুষের ভিডিয়ো তিনি পোস্ট করেছেন তাঁর ট্যুইটার অ্যাকাউন্টে।

গত মঙ্গলবার আনন্দ মহিন্দ্রা তাঁর ট্যুইটার অ্যাকাউন্ট থেকে পোস্ট করছেন একজন ধোসা বিক্রেতার ভিডিয়ো। ভিডিয়োটিতে দেখা যাচ্ছে যে, ঝড়ের গতিতে দ্রুত কাজ করছেন ওই ধোসা বিক্রেতা। ২৮ সেকেন্ডের ওই ভিডিয়ো ক্লিপে দেখা যায়, একজন ব্যক্তি একটি ফ্ল্যাট প্যানে গরম ধোসা রান্না করছেন এবং যে গতিতে তিনি কাজ করছেন তা রোবটকেও লজ্জায় ফেলতে পারে। ধোসা রান্না করা থেকে শুরু করে তা কেটে কেটে পরিবেশন করা পর্যন্ত তিনি আলোর থেকেও দ্রুত গতিতে কাজ করছেন।

দেখুন সেই ভিডিয়ো…

আনন্দ মহিন্দ্রা গত মঙ্গলবার তাঁর ট্যুইটার অ্যাকাউন্ট থেকে এই ভিডিয়োটি পোস্ট করছেন। তিনি পোস্টের ক্যাপশনে লিখেছেন যে, “দিস জেন্টেলম্যান মেকস রোবটস লুক লাইক আনপ্রোডাক্টিভ স্লোপোক”। এছাড়াও তিনি আরও লিখেছেন যে, “আমি শুধু তাঁকে দেখে ক্লান্ত হয়ে পড়েছি… এবং অবশ্যই ক্ষুধার্ত”। এরই মধ্যে প্রায় দেড় মিলিয়ন মানুষের কাছে পৌঁছে গেছে ভিডিয়োটি। ৩০ হাজারেরও বেশি মানুষের ভালবাসা পেয়েছে এই ভিডিয়োটি। এখানেই শেষ নয়, দেড় হাজারেরও বেশি মানুষ রিট্যুইট করেছেন ভিডিয়োটি। সুতরাং এখান থেকে বোঝা যাচ্ছে বেশ ভাইরাল হয়েছেন এই ভদ্রলোক।

পোস্টের কমেন্টেও অনেক মানুষ প্রশংসা করেছেন এই ধোসা বিক্রেতার দক্ষতার। অনেকে তাঁর ধোসাকে ‘ফ্লাইং ধোসা’ নামেও অভিহিত করেছেন। ভদ্রলোকের প্লেট ধরা এবং পরিবেশনের ট্রিক নিয়েও অনেকই প্রশংসা করেছেন পোস্টের কমেন্ট বক্সে। এমনকি অনেকর দাবি তিনি হয়তো আরও এই ধরণের কলাকৌশল জানেন। অন্যদিকে আনন্দ মহিন্দ্রার এক ফ্যান তাঁর কাছ থেকে জানতে চেয়েছেন যে কোথায় পান তিনি এই ধরণের ভিডিয়োগুলো। সেখানেই আনন্দ মহিন্দ্রার জানান তাঁর এই সুন্দর এবং অনুপ্রেরণামূলক ভিডিয়োর সোর্সের কথা। এমনকি তিনি তাঁকে ট্যাগও করেন তাঁর কমেন্ট বক্সে।

আরও পড়ুন: মেয়ে সেজে পরীক্ষা দিতে গিয়ে ধরা পড়ে গেলেন এক প্রেমিক