Latest Viral Video: আজকাল মানুষ ভাইরাল হতে যা পারছেন করে চলেছেন! কেউ গাইছেন, কেউ নাচছেন, কেউ আবার অন্য কিছু করে সকলের নজর কাড়তে চাইছেন। তবে ভাইরাল হওয়ার জন্য নাচের বিভিন্ন ধরন রয়েছে। সাধারণত এই নাচের জন্য লোকজন বেছে নিচ্ছেন বিভিন্ন জায়গা। এবার এক বাঙালি মহিলাকে দেখা গেল রেলস্টেশনে নাচতে। এভাবে স্টেশনে দাঁড়িয়ে নাচ যে আমরা আগে দেখিনি, তা নয়। তবে বাংলার কোনও রেলস্টেশনে সম্ভবত এটাই প্রথম বার আমরা দেখতে পেলাম।
ভিডিয়োটি ইনস্টাগ্রামে শেয়ার করা হয়েছে। নেহা কক্কর ও টোনি কক্করের ‘যমনা পার’গানটিতে নাচতে দেখা গিয়েছে তাঁকে। আর সেই গানে পারফরম্যান্সের জন্য তিনি বেছে নিয়েছিলেন প্রিন্সেপ ঘাট রেলওয়ে স্টেশনটিকে। ঠিক যেই মুহূর্তে মহিলা তাঁর নাচ শুরু করলেন, স্টেশনে অনেক মানুষই এককাট্টা হয়ে গেলেন। অনেকেই হাঁ হয়ে তাঁর নাচ দেখতে থাকলেন।
ওই মহিলার নাম সহেলি রুদ্র। ইনস্টাগ্রামে তিনি খুবই জনপ্রিয়। 808K ফলোয়ার রয়েছে তাঁর। সহেলি বিভিন্ন সময় আকর্ষণীয় কিছু রিলস তৈরি করেছেন। আর সেই সব রিলসের মাধ্যমে নেটিজ়েনদের মনে জায়গা করে নিয়েছেন। সদ্য ভাইরাল হওয়া ভিডিয়োটিও তাই, যার ভিউ এর মধ্যেই 197K ছাপিয়ে গিয়েছে। নেটিজ়েনরা নানাবিধ মন্তব্য করেছেন। সহেলি এই ভিডিয়োর ক্যাপশনে লিখেছেন, ‘জনগণের দাবিতে।’
একজন লিখছেন, ‘গানের কথার সঙ্গে আপনার নাচ মিলে গিয়েছে।’ আর একজন যোগ করলেন, ‘কেন এই সব কাণ্ড রাস্তাঘাটে করতে যান!’ কেউ কেউ এই নাচের প্রশংসা করলেও, কেউ কেউ আবার হাস্যকর কিছু মন্তব্য করেছেন।