Latest Viral Video: লাল রং দেখলেই বেজায় চটে যায় ষাঁড় এবং গরুরা। বড়দের কাছে এই কথা আমরা ছোটবেলা থেকেই শুনে আসছি। এরকম ভিডিয়োও আমরা দেখেছি, যেখানে ষাঁড় বা গরুকে লাল কাপড় দেখানোয় সে রেগেমেগে লাল হয়ে তাড়া করতে শুরু করেছে। কিন্তু আজ পর্যন্ত তার বৈজ্ঞানিক কোনও ভিত্তি পাওয়া যায়নি। এবার সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিয়ো খুবই ভাইরাল হয়েছে, যেখানে লাল স্কুটার দেখার পরে চালককে রীতিমতো তাড়া করেছে একটি গরু। আর সেই ভিডিয়ো দেখে নেটিজ়েনরা হাসিতে ফেটে পড়েছেন।
আপনার কাছে যদি লাল রঙের স্কুটার থাকে, তাহলে কখনও তা ষাঁড় বা গরুর সামনে দিয়ে চালিয়ে নিয়ে যাবেন না। কেন একথা বলছি? তার প্রমাণ দিতে পারে সদ্য ভাইরাল হওয়া এই ভিডিয়ো। এখানে দেখা গেল, কয়েকটি ছেলে একটি জায়গায় আড্ডা মারতে এসেছে। তাঁদের বেশির ভাগই স্কুটার বা বাইক নিয়ে এসেছেন। ছেলেগুলোর সেই আড্ডাস্থলেই ঘোরাফেরা করছিল একটি গরু। হঠাৎই দেখা গেল, ছেলেগুলোর দিকে তাড়া করতে আসছে ওই গরুটা। ব্যস! তারপর আর সামলায় কে!
তাড়া করতে গিয়ে তারপরে দেখা গেল লাল স্কুটারটির দিকেই এগিয়ে আসছে গরুটা। সেই স্কুটারের চালক তখন ‘বাবা গো, মা গো’ বলে পালিয়ে যায়। আর লাল রঙের স্কুটারটিও এক ধাক্কা মেরে ফেলে দেয় ক্ষিপ্ত গরু। কিছুক্ষণের মধ্যে দেখা যায়, ওই ছেলেদের দলে একজন ছিল যাঁর পরনে ছিল একটি লাল রঙের টি-শার্ট।
ইনস্টাগ্রামে এই রিলস ভিডিয়োটি শেয়ার করা হয়েছে। ব্যাপক ভাইরাল হয়েছে তা। 19 লাখেরও বেশি ভিউ হয়েছে ভিডিয়োটির। কমেন্ট করে একজন লিখছেন, সামান্য একটা গরুর ভয়েই ছেলেগুলো আড্ডার জায়গা খালি করে দিল। আর একজন যোগ করলেন, আর যাই হোক জীবনে লাল স্কুটার কিনব না।