Viral Video Today: কুমির যে কতটা বিপজ্জনক, তা আর আলাদা করে বলার অপেক্ষা থাকে না। জঙ্গলের বড় বড় প্রাণীরাও নদীতে জল খেতে যাওয়ার সময় এদিক ওদিক ভাল করে দেখে নেয়। তবে কুমিরের অনেক ভিডিয়োই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। এবার এমন একটি ভিডিয়ো সামনে এসেছে, যা দেখলে আপনি শিউরে উঠতে বাধ্য। একটি ভিডিয়ো ভাইরাল হচ্ছে, যেখানে একজন চিড়িয়াখানার কর্মী একটি কুমিরের মুখ পরিষ্কার করছেন। কিন্তু কেক সেকেন্ডের মধ্যেই তার সঙ্গে এমন দুর্ঘটনা ঘটে, যা আপনি ভাবতেও পারবেন না। সাধারনত চিড়িয়াখানার কর্মীদের সঙ্গে কুমির সহ আরও অনেক পশুই পরিচিত হয়ে যায়। ফলে তাদের তেমনভাবে আক্রমণের কথা ভাবে না। কিন্তু ভিডিয়োটিতে যা কিছু ঘটল, তা দেখে চোখ কপালে ওঠা ছাড়া আর কোনও উপায় থাকে না।
টুইটার অ্যাকাউন্ট @earth.reel-এ প্রায়ই অবাক করা অনেক ভিডিয়ো পোস্ট করা হয়। সম্প্রতি এই অ্যাকাউন্টে যে ভিডিয়োটি শেয়ার করা হয়েছে, তাতে একজন ব্যক্তি একটি কুমিরের মুখ পরিষ্কার করছেন। এই দৃশ্যটি চিড়িয়াখানার বলেই মনে করা হচ্ছে। ভিডিয়োয় দেখা যাচ্ছে, একজন লোক একটি কুমিরের কাছে বসে আছে যার মুখ খোলা। সে সেই কুমিরের ভিতর হাত ঢুকিয়ে তার মুখ পরিষ্কার করতে শুরু করে। কিন্তু হঠাৎ করেই কুমিরটি হাত কামড়ে বসে। কিন্তু সঠিক সময়ে ব্যক্তিটি কুমিরের মুখ থেকে তার হাতটি বের করে নেয়। কুমিরের কামরে তার হাত থেকে রক্ত পড়তে থাকে। কুমিরের এমন আচরণ দেখে অবাক হয় সেখানে থাকা অন্য ব্যক্তিটি।
এই ভিডিয়োটি 30 হাজারের বেশি ভিউ পেয়েছে এবং অনেকে কমেন্ট করে তাদের প্রতিক্রিয়াও জানিয়েছেন। একজন কমেন্টে লিখেছেন, “যতই সে প্রশিক্ষিত হোক না কেন, রেগে গেলে কামড়ে দেবেই। তাই এই ধরনের কাজ করা বোকামির পরিচয়।”