Viral Video: ছোট্ট ইঁদুরকে গাড়ি চাপা পড়া থেকে বাঁচাল বুদ্ধিমান কাক! দেখুন ভাইরাল ভিডিয়ো

Viral Video: টুইটারে ভাইরাল হয়েছে এই ভিডিয়ো। শেয়ার করেছেন দীপাংশু কাবরা নামের এক টুইটারিয়ান। ক্যাপশনে তিনি লিখেছেন, 'যে আপনাকে ভুল পথে যাওয়ার থেকে আটকায় সেই আপনার পরম বন্ধু।'

Viral Video: ছোট্ট ইঁদুরকে গাড়ি চাপা পড়া থেকে বাঁচাল বুদ্ধিমান কাক! দেখুন ভাইরাল ভিডিয়ো
ছবি প্রতীকী।
Follow Us:
| Edited By: | Updated on: Mar 19, 2022 | 5:05 PM

মৃত্যুর মুখ থেকে একটি ছোট্ট ইঁদুর (Mouse) ছানাকে বাঁচিয়েছে এক কাক (Crow)। আর সেই ভিডিয়োই ভাইরাল (Viral Video) হয়েছে নেট মাধ্যমে। কাকের এত বুদ্ধি দেখে অবাক হয়েছেন নেটিজ়েনরা। তার ভূয়সী প্রশংসাও করেছেন নেটিজ়েনরা। ভিডিয়োতে দেখা গিয়েছে সত্যিই কাকটি না থাকলে গাড়ি চাপা পড়ে বেঘোরে মারা যেত ইঁদুরটি। ওই ভাইরাল ভিডিয়োতে দেখা গিয়েছে, ব্যস্ত রাস্তা দিয়ে এগিয়ে চলেছে একের পর এক গাড়ি। তার মধ্যে দিয়েই রস্তা পেরোনোর চেষ্টা করছিল একটি ছোট ইঁদুর। পিছন থেকে তাকে দেখতে পেয়ে এগিয়ে এসেছিল একটি। রাস্তা পার হওয়ার সময় প্রায় একটা লাল রঙের গাড়ির তলায় চাপা পড়তেই যাচ্ছিল ইঁদুরটি। ঠিক সেই মুহূর্তেই তার লেজ ধরে পিছন থেকে টেনে নিয়েছিল কাকটি। একদম মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে ছোট্ট ইঁদুরটি।

দেখুন সেই ভাইরাল ভিডিয়ো

টুইটারে ভাইরাল হয়েছে এই ভিডিয়ো। শেয়ার করেছেন দীপাংশু কাবরা নামের এক টুইটারিয়ান। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘যে আপনাকে ভুল পথে যাওয়ার থেকে আটকায় সেই আপনার পরম বন্ধু।’ এর মধ্যেই সোশ্যাল মিডিয়ায় অন্যান্য মাধ্যমেও ভাইরাল হয়েছে এই ভিডিয়ো। টুইটারেও ক্রমশ বাড়ছে এই ভিডিয়োর লাইক, কমেন্ট, ভিউ এবং রিটুইটের সংখ্যা। নেটিজ়েনরা বলছেন, সত্যি সত্যিই ওই ইঁদুরটির পরম বন্ধুর মতো কাজ করেছে এই কাকটি। তাকে প্রাণে বাঁচিয়েছে। নাহলে ব্যস্ত রাস্তায় নির্ঘাত কোনও না কোনও গাড়ির তলায় চাপা পড়ে মারা যেত ইঁদুরটি। তবে একজন প্রকৃত বন্ধুর মতো একদম শেষ মুহূর্তে ইঁদুরটির লেজ ধরে তাকে টেনে গাড়ির সামনে থেকে সরিয়ে দিয়েছে কাকটি।

তবে এই ভিডিয়ো নিয়ে অনেক টুইটারিয়ান দ্বিমতও পোষণ করেছেন। অনেকের মতে ওই কাকটির থেকেই নাকি প্রাণ বাঁচিয়ে পালাচ্ছিল ইঁদুরটি। কিন্তু শেষ পর্যন্ত তাকে লেজ ধরে টেনে এনে ধরে ফেলেছে কাকটি। এবার তারই শিকার হবে ওই ছোট্ট ইঁদুর। তবে ভাইরাল ভিডিয়ো দেখলে একঝলকে কিন্তু মনে হবে যে ইঁদুরটিকে প্রাণে বাঁচিয়েইছে কাকটি। তবে ইঁদুড়টি যে কাকটির শিকার হবে না, সেকথাও জোর দিয়ে বলা যাচ্ছে না। আপাতত এই নিয়েই দ্বন্দ্ব চলছে নেটিজ়েনদের মধ্যে।

আরও পড়ুন- Viral Video: স্বামী ও পোষ্য কুকুরের নাক ডাকার চোটে রাত জেগে স্ত্রী! ভিডিয়ো রেকর্ড করে জানালেন অভিযোগ

আরও পড়ুন- Viral Video: বিছানায় সাপ নিয়ে ছোট্ট মেয়ের খেলা, আদর করে চুমুও খেয়ে নিল!

আরও পড়ুন- Viral Video: ঠাকুমা বাড়ি ফিরেছেন! বহু দিন পর তাঁর হাত থেকে এক থালা দই ভাত নিমেষে সাবাড় করে দিল পোষ্য কুকুর