Viral Video: কাঁঠাল পাড়তে হাতির অসামান্য কৌশল, গজরাজের কাণ্ডে নেটিজ়েনরা হতবাক

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Sep 01, 2023 | 5:15 PM

Viral Video Today: কাঁঠাল পাড়তে ওই হাতিটিকে প্রথমে সামান্য নিচু হতে দেখা গেল। তারপর দুই পা গুটিয়ে গাছের কাণ্ডে ভর দিয়ে শুঁড়ে করে কাঁঠাল পেড়ে দেখাল ওই হাতিটি। গজরাজের এহেন স্মার্টনেসের ভিডিয়োটি শেয়ার করেছেন আইএএস সুপ্রিয়া সাহু।

Viral Video: কাঁঠাল পাড়তে হাতির অসামান্য কৌশল, গজরাজের কাণ্ডে নেটিজ়েনরা হতবাক
মজাদার ঘটনা।

Follow Us

Latest Viral Video: হাতি সামনে এলে ভয় পাওয়া অনিবার্য। লোকালয়ে ঢুকে হাতির তাণ্ডব চালানোর অনেক ভিডিয়োই আমরা দেখেছি। কিন্তু সত্যিই কি হাতিরা লোকালয়ে তাণ্ডব চালাতে আসে, নাকি অন্যকিছুর খোঁজে আসে, নাকি খিদের তাড়নায় জঙ্গল ছেড়ে লোকালয়ে চলে আসে তারা? তবে হাতিদের মজাদার কিছু কাণ্ডও দেখতে পাই আমরা। ঠিক যেমনটা নজরে এসেছে সদ্য ভাইরাল হওয়া ভিডিয়ো থেকে। কাঁঠাল তো গাছের অনেকটাই উঁচুতে ধরে। হাতির মতো একটা প্রাণী যে গাছে উঠতে পারে না, তার পক্ষে কি আদৌ সম্ভব গাছের এক্কেবারে মগডাল থেকে কাঁঠাল পাড়া? সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিয়োটি সেই প্রশ্নের উত্তর দেবে।

ভিডিয়োতে একটি কাঁঠাল গাছ এবং সেই গাছের নিচে একটি হাতিকে দেখা গিয়েছে। গাছের অনেকটাই উঁচুতে ধরেছিল কয়েকটা কাঁঠাল। সেই কাঁঠালগুলি যখন হাতিটি পাড়তে এল, তখন সবাই ভাবল এ একপ্রকার অসম্ভব। কিন্তু সেই অসম্ভব কাজটিই মামুলি কায়দায় করে দেখাল বুদ্ধিমান একটি হাতি।


কাঁটাল পাড়তে ওই হাতিটিকে প্রথমে সামান্য নিচু হতে দেখা গেল। তারপর দুই পা গুটিয়ে গাছের কাণ্ডে ভর দিয়ে শুঁড়ে করে কাঁঠাল পেড়ে দেখাল ওই হাতিটি। গজরাজের এহেন স্মার্টনেসের ভিডিয়োটি শেয়ার করেছেন আইএএস সুপ্রিয়া সাহু। ক্যাপশনে তিনি লিখেছেন, “আম যেমন মানুষের জন্য, কাঁঠাল তেমনই হাতির জন্য।”

ব্যাপক ভাইরাল হয়েছে এই ভিডিয়ো। অসামান্য কৌশলে হাতির কাঁঠাল পাড়ার ভিডিয়োটি গত 1 অগস্ট শেয়ার করা হয়েছিল। বহু মানুষ ভিডিয়োটি শেয়ার করেছেন, কমেন্টও করেছেন অনেকে।