Viral Video Today: প্রায় প্রতিদিনই জঙ্গলের কোনও না কোনও ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। তার মধ্যে এমন অনেক ভিডিয়ো থাকে, যা দেখে অবাক হওয়া ছাড়া আর কোনও উপায় থাকে না। বর্তমানে সিংহ ও মহিষের এমন একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে, যা দেখে শিউরে উঠেছেন অধিকাংশ নেটিজেন। সিংহও যে মহিষের কাছে হার মানতে পারে, তা এই ভিডিয়োটি না দেখলে বুঝলেন না। জঙ্গলে সবার এলাকা আলাগা আলাদা থাকে। কেউ কারও এলাকায় ঢোকার আগে ভাবে। এমন সময় একটি সিংহ ভুল করে মহিষের এলাকায় ঢুকে পড়েছে। তারপরে মহিষের দল তার সঙ্গে এমন কিছু করল, যা আপনি ভাবতেও পারবেন না।
ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, একটি সিংহ মাটিতে শুয়ে আসে। আর তাকে ঘিরে রয়েছে অনেকগুলি মহিষ। শিং দিয়ে একের পর এক গুঁতো দিচ্ছে বনের রাজাকে। সেও হার মানতে নারাজ। একা লড়াই চালিয়ে যাচ্ছে অতগুলো মহিষের সঙ্গে। মহিষের দলও রাগে তার দিকে তেড়ে যাচ্ছে। কখনও শিং দিয়ে গুঁতিয়ে একেবারে তুলে ছুঁড়ে ফেলছে দূরে। আবার কখনও সবাই মিলে মেরে মাটিতে ফেলে দিচ্ছে। কিন্তু সিংহটি লড়াই থামাতে রাজি নয়। গর্জন করে এগিয়ে যাচ্ছে তাদের দিকে। একটি মহিষ ভয়ে কিছুটা দূরে সরে গেলেও, অন্য মহিষ এসে তাকে আবার আক্রমণ করল। আপনি আগে কখনও এমন ঘটনা দেখেছেন?
ভিডিয়োটি ‘today.s_motivations’ নামের একটি পেজ থেকে ইনস্টাগ্রামে শেয়ার করা হয়েছে। এখনও পর্যন্ত লক্ষাধিক ভিউ এসেছে। যেখানে হাজার হাজার মানুষ এটি লাইক করেছে। এই দৃশ্য দেখে অনেকে অনেক কমেন্টও করেছেন। কেউ বলেছেন, “জঙ্গলের রাজাও পরাজিত হয়ে পারে।” আরও এক ব্যক্তি কমেন্টে লিখেছেন, “আমার মনে হয় মহিষের এলাকায় সিংহটি ভুল করে ঢুকে পড়েছে।”