Latest Viral Video: প্রেমে যখন পড়েছেন, তখন একে অপরকে খুশি রাখার দায়িত্বটা প্রেমিক-প্রেমিকার। ভুল বোঝাবুঝি সম্পর্কে থাকতেই পারে, থাকবে সেটা মেনে নিয়েই প্রেমে পড়ি আমরা, একে অপরকে ভালবাসি আমরা। সব সম্পর্ক 100% সুখী হতে পারে না। তারপরেও তো আমরা সম্পর্কে থাকি, সব কিছু নিয়েই তো প্রেম করি। হৃদয় ভেঙে গেলে তা জোড়া লাগানো কঠিন ঠিকই। কিন্তু একবার জোড়া লেগে গেলে তা আর ভাঙে না।
সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো খুব ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, রেল স্টেশনের প্ল্যাটফর্মে প্রেমিককে শাস্তি দিচ্ছেন তাঁর প্রেমিকা। প্ল্যাটফর্মের সিঁড়িতে বসে রয়েছেন প্রেমিকা। আর সে সময় নিচে প্ল্যাটফর্মে কান ধরে ওঠবস করছে তাঁর প্রেমিক। যদিও কী কারণে ওই প্রেমিককে শাস্তি দেওয়া হয়েছে তা জানা যায়নি। তবে এটুকু বোঝা গিয়েছে, কান ধরে ওঠবস করার মতো গুরুতর শাস্তি যেখানে, সেখানে বড়সড়ই কোনও কাণ্ড ঘটিয়ে বসেছেন ওই প্রেমিক।
प्यार तो होता हैं ऐसा
?❤️???? pic.twitter.com/DO6n45Uwke— Hasna Zaroori Hai ?? (@HasnaZarooriHai) July 16, 2023
টুইটারে @HasnaZarooriHai নামক একটি হ্যান্ডেল থেকে ভিডিয়োটি শেয়ার করা হয়েছে। প্রচুর মানুষ এই ভিডিয়ো দেখেছেন। 17 জুলাই ভিডিয়োটি শেয়ার করা হয়। এর মধ্যেই ভিডিয়োর ভিউ 70,000 ছাপিয়ে গিয়েছে। নেটিজ়েনরা মজাদার সব কমেন্টও করেছেন।
একজন গানের কলি জুড়ে লিখলেন, ‘প্যায়ার তুমহে কিস মোড় পে লে আয়ে…।’ দ্বিতীয় জন যোগ করলেন, ‘প্রেমে মানুষকে কী-ই না কী করতে হয়।’ তৃতীয় জনের বক্তব্য, ‘এই মহিলা নিশ্চয়ই স্কুলের শিক্ষিকা।’