Viral Video: ফটো তোলার শাস্তি! জলজ্যান্ত মানুষের পা ধরে হিড়হিড় করে টেনে নিয়ে গেল গোরিলা

TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস

Jan 05, 2023 | 12:48 PM

Gorilla Dangerous Video: সিংহ থেকে বাঘ, গন্ডার এবং গরিলার (Gorilla) মতো এমন অনেক বড় প্রাণী রয়েছে যেগুলি শক্তির ক্ষেত্রে অনেক এগিয়ে। সম্প্রতি এমনই একটি গরিলার ভিডিয়ো ভাইরাল হয়েছে, যা দেখে আপনি চমকে উঠবেন। গরিলার ক্ষমতা দেখে অবাক হবেন। আপনি যেন তাদের কাছে খেলনা পুতুল।

Viral Video: ফটো তোলার শাস্তি! জলজ্যান্ত মানুষের পা ধরে হিড়হিড় করে টেনে নিয়ে গেল গোরিলা
তবে কি ফটো তোলার শাস্তি?

Follow Us

Gorilla Dragging Viral Video: এটি সত্য় যে মানুষ বুদ্ধিমত্তার দিক থেকে পশুদের চেয়েও বুদ্ধিমান। কিন্তু শক্তিতে পশুদের কাছে হার মানতে বাধ্য়। সিংহ থেকে বাঘ, গন্ডার এবং গরিলার (Gorilla) মতো এমন অনেক বড় প্রাণী রয়েছে যেগুলি শক্তির ক্ষেত্রে অনেক এগিয়ে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় (Social Media) এমনই একটি গরিলার ভিডিয়ো ভাইরাল (Viral Video)  হয়েছে, যা দেখে আপনি চমকে উঠবেন। গরিলার ক্ষমতা দেখে অবাক হবেন। আপনি যেন তাদের কাছে খেলনা পুতুল।

টুইটারে Weird and Terrifying নামক এক টুইটার অ্যাকাউন্ট থেকে এই ভিডিয়ো পোস্ট করা হয়ছে। পোস্টটির ক্য়াপশনে লেখা, “গরিলাটি আপনাকে মনে করালো যে সে খুব সহজেই আপনাকে মেরে ফেলতে পারে।” ভিডিয়োয় দেখা যাচ্ছে একটি বনে একজন ব্যক্তি প্রাণীদের ছবি তুলছেন। তখনই সেখানে আসে দু’টি বড় গরিলা। একটি গরিলা কিছুটা এগিয়ে যায়। তখনই অন্য় গরিলাটি প্রথমে ফটোগ্রাফারের পাশ দিয়ে যায় এবং তার পা ধরে টান দেয়। সে লোকটিকে তার সঙ্গে কিছুটা টেনে নিয়ে গিয়ে পা ছেড়ে দেয়। তার এই শক্তি দেখে অবাক নেটিজেনদের একাংশ।

এই ভিডিয়োটি পোস্ট হওয়ার পর থেকে 16 লাখেরও বেশি ভিউ পেয়েছে এবং 93 হাজারারও বেশি মানুষ পোস্টটি লাইক করেছেন। অনেকে কমেন্ট করে তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন। গরিলার ক্ষমতা দেখে অনেকেই অবাক। একজন লিখেছেন, “গরিলা কেন এমনটা করলো তা বোঝা যাচ্ছে না।” আরও একজন লিখেছেন, “গরিলা সামনে এলে মানুষের কী করা উচিত, সেটাই ভাবছি।” আবার একজন মজা করে লিখেছেন, “বোধয় ও এটা পছন্দ করেনি যে ওর ছবি তোলা হচ্ছে।”