AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Gold Ice-cream: ২৪ ক্যারেট সোনায় মোড়া আইসক্রিম! কোথায় পাওয়া যাচ্ছে এমন অভিনব ‘ডেজার্ট’?

ভাইরাল ভিডিয়োতে দেখা গিয়েছে, একটি কোণে দারুণ ভাবে সাজানো হয়েছে আইসক্রিম। তার উপর লাগানো হয়েছে সোনার মোড়ক বা গোল্ডেন ফয়েল।

Gold Ice-cream: ২৪ ক্যারেট সোনায় মোড়া আইসক্রিম! কোথায় পাওয়া যাচ্ছে এমন অভিনব 'ডেজার্ট'?
২৪ ক্যারেট সোনায় ফয়েলে মোড়া আইসক্রিম। Photo Credit: Hindustan Times
| Edited By: | Updated on: Jan 14, 2022 | 9:55 PM
Share

ডেজার্ট হিসেবে শেষপাতে আইসক্রিম (Icecream) খেতে পছন্দ করেন অনেকেই। আর সেই আইসক্রিম যদি হয় সোনায় মোড়া! গত বছর সোনায় মোড়া পিৎজা এবং বার্গারের হদিশ পাওয়া গিয়েছিল সোশ্যাল মিডিয়ায়। এবার সোনায় মোড়া আইসক্রিমের (Gold Icecream) খোঁজ পাওয়া গিয়েছে। হায়দ্রাবাদের একটি ক্যাফে Huber & Holly- তে পাওয়া যাচ্ছে এই সোনায় মোড়া আইসক্রিম। রাজকীয় ভাবে পরিবেশনও করা হচ্ছে সেই আইসক্রিম। ইতিমধ্যেই ইনস্টাগ্রামে ভাইরাল (Viral Video) হয়েছে ভিডিয়ো। ফুড ব্লগার অভিনব জেসওয়ানি তাঁর ইনস্টাগ্রাম পেজ Just Nagpur Things- এ এই ভিডিয়ো শেয়ার করেছে।

দেখে নিন ইনস্টাগ্রামে ফুড ব্লগার অভিনব জেসওয়ানির শেয়ার করা সেই ভিডিয়ো 

ভাইরাল ভিডিয়োতে দেখা গিয়েছে, একটি কোণে দারুণ ভাবে সাজানো হয়েছে আইসক্রিম। তার উপর লাগানো হয়েছে সোনার মোড়ক বা গোল্ডেন ফয়েল। অভিনব জানিয়েছেন, হায়দ্রাবাদের বিখ্যাত জায়গা বানজারা হিলসে ঘুরতে গিয়ে এই আইসক্রিম খেয়েছিলেন তিনি। সোনায় মোড়া এই আইসক্রিমের পোশাকি নাম Mini Midas। ট্যাক্স ছাড়া এই আইক্রিমের দাম ৫০০ টাকা। ২৪ ক্যারাট গোল্ড ফয়েল দিয়েই তৈরি করা হয় এই আইসক্রিম। এতদিন রুপোলি রাংতায় মোড়া কাজু কাঠলি বা কাজু বরফি খেয়েছেন। এবার সোনায় মোড়া আইসক্রিম খাওয়ার ব্যবস্থাও রয়েছে আপনার জন্য। ওই ফুড ব্লগার এও জানিয়েছেন যে, খেতেও দারুণ সুস্বাদু এই আইসক্রিম। তাই নেটিজ়েনদের উদ্দেশ্যে তিনি এও বলেছেন সকলে যেন একবার এই আইসক্রিম খেয়ে দেখেন এবং নিজের বন্ধুদেরও খাওয়ার পরামর্শ দেন। হায়দ্রাবাদ গেলে একবার অন্তত এই সোনার আইসক্রিম খাওয়ার কথা বলেছেন ওই ফুড ব্লগার।

গত ৩০ডিসেম্বর ইনস্টাগ্রামে শেয়ার হয়েছিল এই ভিডিয়ো। ইতিমধ্যেই ২.৩ লক্ষেরও বেশি মানুষ এই ভিডিয়োটি লাইক করেছেন। নেটিজ়েনদের বেশ মনে ধরেছে এই অভিনব আইসক্রিম এবং তা পেশ করার পদ্ধতি। গত বছর সোশ্যাল মিডিয়ায় খাবার-দাবার নিয়ে প্রচুর পরীক্ষা-নিরীক্ষা হয়েছে। সেই তালিকায় ছিল সোনায় মোড়া পান। বেশ জনপ্রিয়ও হয়েছিল এই গোল্ডেন পান। তবে গোল্ড ফয়েল যুক্ত পানের দাম অত্যধিক বেশি বলেও সুর চড়িয়েছিলেন নেটিজ়েনদের অনেকে। যদিও এই সোনায় মোড়া পান প্রশংসাও পেয়েছিল অনেকের। এবার সেই তালিকায় নাম জুড়েছে গোল্ড আইসক্রিমের। কী ভাবছেন? হায়দ্রাবাদ গিয়ে সোনায় মোড়া আইসক্রিম চেখে দেখবেন নাকি…

আরও পড়ুন- Viral Video: মাঝরাস্তায় বাসের ইউ-টার্ন, কোনওক্রমে সংঘর্ষ এড়ালেন স্কুটার চালক, ভাইরাল ভিডিয়ো দেখে শিউরে উঠছেন নেটিজ়েনরা

আরও পড়ুন- Viral Video: ছয় সিংহীর সঙ্গে জঙ্গলে ভিডিয়ো শুট মহিলার, একজনের লেজ ধরেও হাঁটলেন, সাহস দেখে নেটাগরিকদের কুর্নিশ!

আরও পড়ুন- Viral Story: মাত্র ৮ বছরেই ইতি টেনেছেন জীবনের , কিন্তু এই ‘হিরো’র বর্ণময় কর্মজীবনের গল্প আপনাকেও স্তম্ভিত করবে