Viral Video: চিতাকে ফাঁকি দিয়ে বিরাট বিপদ থেকে নিজেকে বাঁচাল এই হায়েনা, তাকে ‘স্মার্ট’ বলছেন নেটিজ়েনরা

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Jul 17, 2023 | 9:49 AM

Viral Video Today: হায়েনাটিকে আসতে দেখে চিতাটি তখন রাস্তাতেই শুয়ে পড়ে। তবে হায়েনা কিন্তু চিতাবাঘকে দেখে এক ফোঁটাও আতঙ্কিত হয় না, সে গটগট করে সামনের দিকে চলতে থাকে। তারপর বিষয়টা একটু বেগতিক বুঝে নিজের পথ পাল্টায়। একপাশ দিয়ে চিতার ঘেরাটোপ থেকে বেরিয়ে আসতে সক্ষম হয় সে।

Viral Video: চিতাকে ফাঁকি দিয়ে বিরাট বিপদ থেকে নিজেকে বাঁচাল এই হায়েনা, তাকে স্মার্ট বলছেন নেটিজ়েনরা
কীভাবে ভয়কে জয় করল এই হায়েনা, দেখুন...

Follow Us

Latest Viral Video: জঙ্গলে শক্তিশালীদের হাত থেকে নিজেদের বাঁচাতে দুর্বল প্রাণীদের প্রতিটি পদক্ষেপে সতর্ক থাকতে হয়। কারণ, কোথা থেকে কোন বিপর্যয় ঘটবে তা অনুমান করা তাদের পক্ষে খুবই কঠিন। সোশ্যাল মিডিয়ায় এমন অনেক ভিডিয়োই আমাদের নজরে আসে, যেখানে অতর্কিতে দুর্বল এক প্রাণীর উপরে হামলা করে বসে কোনও এক শক্তিশালী প্রাণী। সেই দুটি প্রাণীর মধ্যে লড়াই দেখে কেউ আবার আতঙ্কিতও হন। তবে কখনও আবার এমনও দেখা যায়, বুদ্ধির জোরে শক্তিশালী প্রাণীর গা ঘেঁষে বেরিয়ে আসে তথাকথিত দুর্বল প্রাণীরা। সেরকমই একটা ভিডিয়ো সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেখানে একটি লেপার্ডের পাশ দিয়ে বীরবিক্রমে বেরিয়ে আসতে দেখা যায় একটি হায়েনাকে।

ইনস্টাগ্রামে @latestkruger নামক একটি হ্যান্ডেল থেকে ভিডিয়োটি শেয়ার করা হয়েছে। ভিডিয়োর ক্যাপশনে লেখা হয়েছে, ‘খুব সহজেই লেপার্ডটিকে ফাঁকি দিয়ে তার সামনে দিয়ে বেরিয়ে এল চিতাটি।’ গত 14 জুলাই ভিডিয়োটি ইনস্টাগ্রামে শেয়ার করা হয়। সেখানে দেখা যায়, জঙ্গলে একটি রাস্তার উপরে বসে আরাম করছে একটি চিতা। সে সময়ই তার সামনে দিয়ে একটি হায়েনা আসছিল।


হায়েনাটিকে আসতে দেখে চিতাটি তখন রাস্তাতেই শুয়ে পড়ে। তবে হায়েনা কিন্তু চিতাবাঘকে দেখে এক ফোঁটাও আতঙ্কিত হয় না, সে গটগট করে সামনের দিকে চলতে থাকে। তারপর বিষয়টা একটু বেগতিক বুঝে নিজের পথ পাল্টায়। একপাশ দিয়ে চিতার ঘেরাটোপ থেকে বেরিয়ে আসতে সক্ষম হয় সে। খুব চালাকি করেই বেরিয়ে আসতে পেরেছিল সে। অন্যথায় চিতাবাঘটি তাকে এক ধাক্কায় শিকারে পরিণত করতে পারত। চিতার এমনতর অবস্থা দেখে মনে হল, হয় সে খুবই ক্লান্ত অথবা পেট ভরে রয়েছে।

ব্যাপক ভাইরাল হয়েছে এই ভিডিয়ো। কয়েক হাজার মানুষ ভিডিয়োটি দেখেছেন। কমেন্টও করেছেন অগুনতি মানুষ। একজন লিখেছেন, এটি একটা স্মার্ট হায়েনা। আর একজন যোগ করে বলছেন, এটাকে বলে স্মার্ট চাল। তৃতীয় জন জুড়লেন, জীবনে যখন বিপদ আসে, তখন আতঙ্কিত না হয়ে শান্ত মনে কাজ করা উচিত। এতে আপনি বড় বিপদ থেকেও বেরিয়ে আসতে পারেন।

Next Article