Viral Post: 36 বছর আগে কত টাকা কেজি দরে মিলত গম? দাম দেখলে মাথায় হাত পড়বে আপনার

TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস

Jan 04, 2023 | 7:16 PM

Price Of Wheat: ভারতীয় বন পরিষেবা অফিসার পারভীন কাসওয়ানের এই পোস্টটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এটি এখনও পর্যন্ত 45.3 হাজারেরও বেশি মানুষ দেখেছেন। একই সঙ্গে পোস্টটিতে লাইক ও অনেক কমেন্ট এসেছে 700-এরও বেশি।

Viral Post: 36 বছর আগে কত টাকা কেজি দরে মিলত গম? দাম দেখলে মাথায় হাত পড়বে আপনার

Follow Us

Latest Viral Video: এখন সব জিনিসের আকাশ ছোঁয়া দাম। আর এমন সময়ে দাঁড়িয়ে 1987 সালের গমের দাম শুনলে আপনি অবাক হবেন। সম্প্রতি এমনই একটা পোস্ট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস অফিসার (IFS অফিসার) পারভীন কাসওয়ান 2শে জানুয়ারী সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করেছেন। যেখানে তিনি 1987 সালের বিলের ছবি শেয়ার করেছেন, এই বিলে 1987 সালে গমের দাম ছিল 1.6 টাকা প্রতি কেজি।

তিনি টুইট করে লিখেছেন, “একটা সময় ছিল যখন গমের দাম ছিল প্রতি কেজি 1.6 টাকা। আমার দাদা 1987 সালে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার কাছে গম বিক্রি করেছিলেন।” আরও লিখেছেন, “দাদার সব রেকর্ড রাখার অভ্যাস ছিল। এই নথিটিকে জে ফর্ম বলা হয়। তার সংরক্ষণাগারে গত 40 বছরে বিক্রি হওয়া ফসলের সমস্ত বিল রয়েছে।”

পোস্টে একজন ব্যবহারকারী লিখেছেন, “স্যার পোস্ট করার জন্য ধন্যবাদ। আমি আজ প্রথম জে ফর্ম সম্পর্কে পড়লাম।” একই সঙ্গে আরও একজন ব্যবহারকারী লিখেছেন, “অসাধারণ, দেখেই ভাল লাগছে যে তখন জিনিসের দাম এত কম ছিল।”

ভারতীয় বন পরিষেবা অফিসার পারভীন কাসওয়ানের এই পোস্টটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এটি এখনও পর্যন্ত 45.3 হাজারেরও বেশি মানুষ দেখেছেন। একই সঙ্গে পোস্টটিতে লাইক ও অনেক কমেন্ট এসেছে 700-এরও বেশি। এছাড়াও 18 জন পোস্ট রিটুইট করেছেন।