Wolf Walking On Hind Legs: শখ ছিল চারপায়ে হাঁটবেন। ভেবেছিলেন, নিজেকে যদি নেকড়ের মতো দেখতে লাগে। আর যেমন ভেবেছিলেন, তেমনই লুকওভারও পেয়ে গেলেন এক জাপানি ব্যক্তি। 30 লক্ষ ইয়েন খরচা করে তিনি সত্যিকারের নেকড়ে হয়ে গেলেন, ভারতীয় মুদ্রায় যা প্রায় 18.5 লাখ টাকা। পিছনের পা দিয়ে হাঁটছেন, চোখ দুটো জ্বলজ্বল করছে, তাঁকে দেখতেও লাগছে ঠিক নেকড়ের মতোই। যদিও শারীরিক দিক থেকে তিনি কোনও পরিবর্তন করেননি। তিনি এমনই একটি পোশাক কিনেছেন, যার জন্য তাঁকে 18.5 লাখ টাকা খরচ করতে হয়েছে। হাইলি-কাস্টমাইজ়ড সেই কস্টিউমটি জাপানি ওই ব্যক্তির জন্য তৈরি করেছে Zeppet নামের এক সংস্থা।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই জাপানি ব্যক্তি বলছেন, “ছোটবেলা থেকেই পশুদের প্রতি আমার অপার ভালবাসা। তারপর টিভিতে প্রাণীদের বাস্তবসম্মত কিছু প্রাণীর স্যুট দেখার পর আমিও একদিন সত্যিকারের নেকড়ে হওয়ার স্বপ্ন দেখেছিলাম।”
পোশাকের ফিটিং ও পরিমাপ ঠিকঠাক করার জন্য ওই জাপানি ব্যক্তি বেশ কয়েকবার স্টুডিওতে গিয়েছিলেন। যোগ করলেন, “পোশাকটির স্পেসিফিকেশনগুলিতে অনেক জরুরি বৈশিষ্ট্য অন্তর্ভুক্ত না করা পর্যন্ত ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম বিবরণ নিয়ে আলোচনা করেছি এবং বাস্তবে নেকড়েদের ছবিগুলি নিয়ে চুলচেরা বিশ্লেষণ করেছি।”
নেকড়ের এই হাইলি-কাস্টমাইজ়ড পোশাকটি তৈরি করতে পঞ্চাশ দিন সময় নিয়েছিল সংস্থাটি। ক্যানাইন ওই আউটফিটে জাপানের ব্যক্তিটি এতটাই মুগ্ধ হয়েছিলেন যে, সংস্থার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যান। জানালেন, ঠিক যেমনটা ভেবেছিলেন, তেমনটাই হয়েছে এই নেকড়ের পোশাক। তাঁর কথায়, ফাইনাল ফিটিংয়ের পরে আমার ট্রান্সফর্মেশন দেখে আমিই অবাক হয়ে গিয়েছিলাম। আয়নায় আমাকে সত্যিই নেকড়ের মতো দেখাচ্ছিল। সেই মুহূর্তটায় সত্যি যেন মনে হচ্ছিল, আমার স্বপ্ন সত্যি হল। পিছন পা দিয়ে হেঁটে সত্যিকারের নেকড়ের মতো দেখতে হওয়ার আমার স্বপ্ন সত্যিই দুষ্কর ছিল। কিন্তু আমি যা কল্পনা করেছিলাম, তাই সামগ্রিক স্যুটটা আমাকে তেমনই লুক দিয়েছিল।”
জাপানি ওই ব্যক্তি আরও যোগ করলেন, “তবে পোশাকের স্পেসিফিকেশনই যে আমাকে সন্তুষ্ট করেছিল এমনটা নয়। আমাকে শুধুই যে কভার করে একটা নেকড়ের লুক দিয়েছিল, তা-ও নয়। তার থেকেও বড় কথা, আরামের জন্য ওই পোশাকে বায়ু চলাচলের বন্দোবস্তও খুব ভাল করা হয়েছিল। পোশাকের ডিজ়াইনাররা পরিধানকারীর স্বস্তির দিকটিতেও ভাল করে নজর দিয়েছিল।”
এই প্রথম যে Zeppet এমনতর পোশাক বানাল তা নয়। এর আগেও এমনই ক্যানাইন কস্টিউম তৈরি করেছিল সংস্থাটি। কয়েক দিন আগেই আরও এক জাপানি ব্যক্তিকে নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছিল। টোকো নামের সেই ব্যক্তি কস্টিউমের মাধ্যমে নিজেকে কুকুরে রূপান্তরিত করেছিলেন। আর সেই কুকুরের পোশাকটি তৈরি করতে খরচ হয়েছিল 12 লাখ টাকা।