AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Viral Video: জলের মধ্যে ফেলা হল কয়েক টুকরো সোডিয়াম, ফলাফল দেখে নেটিজ়েনদের মাথায় হাত!

Viral Video Today: ইনস্টাগ্রামে Science Feed নামক একটি পেজ থেকে ভিডিয়োটি শেয়ার করা হয়েছে। দেখা গেল, একটি ফাঁকা রাস্তায় বৃষ্টি হচ্ছে, সামান্য জলও জমেছে। একজন এসে কৌটো থেকে সাদা রঙের কিছু টুকরো ওই জলে ফেলে দিলেন। ব্যস! সঙ্গে সঙ্গে সেখানে আগুনের ফুলকি উঠতে লাগল। ব্যাপক ভাইরাল হয়েছে এই ভিডিয়ো।

Viral Video: জলের মধ্যে ফেলা হল কয়েক টুকরো সোডিয়াম, ফলাফল দেখে নেটিজ়েনদের মাথায় হাত!
বৃষ্টির জলে কয়েক দানা সোডিয়াম...
| Edited By: | Updated on: May 30, 2023 | 7:44 PM
Share

Latest Viral Video: সোশ্যাল মিডিয়ায় হরেক কিসিমের ভিডিয়ো ভাইরাল হয়। টুইটার হোক, ফেসবুক বা ইনস্টাগ্রাম, প্রত্যেকটি প্ল্যাটফর্মেই আপনি প্রতিদিন অগুনতি ভিডিয়ো দেখতে পান। এ সোশ্যাল মিডিয়া এক এমনই জায়গা, যেখানে এলে আপনি আপনার সাধারণ জ্ঞানের দক্ষতা আরও বাড়িয়ে নিতে পারবেন। বিনোদনমূলক নানাবিধ ভিডিয়োর সঙ্গেই এখানে আপনি শিক্ষামূলক কিছু ভিডিয়োও দেখতে পাবেন। সেরকমই একটি ভিডিয়ো খুব ভাইরাল হয়েছে। বৃষ্টির জলে (Rain Water) কয়েক টুকরো সোডিয়াম মেটাল (Sodium Metal) ফেলে দিলে যে কী প্রতিক্রিয়া হতে পারে, দেখা গেল সেই ভিডিয়োতে।

ইনস্টাগ্রামে Science Feed নামক একটি পেজ থেকে ভিডিয়োটি শেয়ার করা হয়েছে। দেখা গেল, একটি ফাঁকা রাস্তায় বৃষ্টি হচ্ছে, সামান্য জলও জমেছে। একজন এসে কৌটো থেকে সাদা রঙের কিছু টুকরো ওই জলে ফেলে দিলেন। ব্যস! সঙ্গে সঙ্গে সেখানে আগুনের ফুলকি উঠতে লাগল। ব্যাপক ভাইরাল হয়েছে এই ভিডিয়ো।

View this post on Instagram

A post shared by Science Feed (@science.feed)

ভিডিয়োর ক্যাপশনে লেখা হয়েছে, “জলের সংস্পর্শে সোডিয়াম ধাতুর একটি অংশ রাখলে ভয়ঙ্কর এবং বিস্ফোরক প্রতিক্রিয়া হয়। জলের হাইড্রোজেন আয়নগুলিতে সোডিয়াম একটি ইলেক্ট্রন দান করার ফলে এমনটা হয়, যা তাপ নির্গমন এবং হাইড্রোজেন গ্যাস সৃষ্টির দিকে পরিচালিত করে। যখন সেই গ্যাস তাপের উপস্থিতিতে বায়ুমণ্ডলের অক্সিজেনের সঙ্গে একত্রিত হয়, তখনই একটি দহন প্রতিক্রিয়া ঘটে।”

পোস্টে আরও বলা হচ্ছে, “এটাকে শুধুই রাসায়নিক বিক্রিয়া বলা খুবই সহজ। কিন্তু এই প্রতিক্রিয়া পারমাণবিক এবং আণবিক স্তরে কোয়ান্টাম পদার্থবিজ্ঞানের নিয়ম দ্বারা নিয়ন্ত্রিত হয়। আয়নাইজ়েশন এনার্জি এখানে পরিষ্কার করে দেয় যে, সোডিয়ামের পক্ষে জল, হাইড্রোজেন বা অক্সিজেনের তুলনায় একটি ইলেক্ট্রন হারানো কতটা সহজ। ফলাফল যা এল তা সত্যিই প্রাকৃতিক ভাবে সুদর্শন বললেও কম বলা হয়।”