AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Viral Video: দাড়ি দিয়ে ৬৩ কেজির বেশি ওজন তুললেন বৃদ্ধ, নাম উঠল গিনেস বুকে, দেখুন ভিডিয়ো

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের অফিশিয়াল পেজ থেকেই এই ভিডিয়ো শেয়ার করা হয়েছে। সেখানে দেখা গিয়েছে যে ওই বৃদ্ধ ব্যক্তি তাঁর লম্বা দাড়ির সাহায্যে টেনে তুলেছেন ৬৩.৮০ কেজি ওজন।

Viral Video: দাড়ি দিয়ে ৬৩ কেজির বেশি ওজন তুললেন বৃদ্ধ, নাম উঠল গিনেস বুকে, দেখুন ভিডিয়ো
দাড়ি দিয়ে ৬৩ কেজির বেশি ওজন তুলেছেন এই ব্যক্তি।
| Edited By: | Updated on: Nov 20, 2021 | 11:05 PM
Share

সুকুমার রায় লিখেছিলেন ‘গোঁফ দিয়ে যায় চেনা’। এবার গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মঞ্চে একপ্রকার সেই নিরিখেই নিজের ক্ষমতা দেখালেন এক বৃদ্ধ। এ যাত্রায় তফাৎ খালি একটাই। গোঁফের বদলে দাড়ি দিয়ে নিজের ক্ষমতা বুঝিয়েছেন ওই বৃদ্ধ। কিন্তু কী করছেন তিনি, যা নিয়ে রীতিমতো হইচই পড়ে গিয়েছে? ইনস্টাগ্রামে ভাইরাল হওয়া একটি ভিডিয়োতে দেখা গিয়েছে দাড়ি দিয়ে ৬৩ কেজির বেশি ওজন টেনে তুলেছেন ওই বৃদ্ধ!

বিশ্বাস হচ্ছে না? তাহলে দেখে নিন সেই ভিডিয়ো।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের অফিশিয়াল পেজ থেকেই এই ভিডিয়ো শেয়ার করা হয়েছে। সেখানে দেখা গিয়েছে যে ওই বৃদ্ধ ব্যক্তি তাঁর লম্বা দাড়ির সাহায্যে টেনে তুলেছেন ৬৩.৮০ কেজি ওজন। আর এর জেরে তিনি জিতে নিয়েছেন Heaviest weight lifted by human beard- এর খেতাব। জানা গিয়েছে, ওই ব্যক্তির নাম Antanas Kontrima। এই ভিডিয়ো দেখে বোঝা গিয়েছে এই ব্যক্তি যেমন ফিট তেমনই সকলকে চমকে দেওয়ার ক্ষমতাও রাখেন। সত্যিই Antanas Kontrima- র দাড়ি দিয়ে এত পরিমাণ ওজন তোলার স্টান্ট দেখে চমকে গিয়েছেন নেটিজ়েনরা।

গত ১৯ নভেম্বর গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের অফিশিয়াল পেজ থেকে এই ভিডিয়ো ইনস্টাগ্রামে শেয়ার করা হয়েছে। ইতিমধ্যেই ৯১ হাজার লাইক পড়েছে এই ভিডিয়োতে। ক্রমশ বাড়ছে লাইক, ভিউ, কমেন্টের সংখ্যা। নেটিজ়েনদের অনেকেই এই ব্যক্তি চুলের যত্নে কী প্রোডাক্ট ব্যবহার করেন সেটা জানতে চেয়েছেন। কেউ বা বলেছেন, সত্যিই এই ব্যক্তির স্টান্ট তারিফ করার মতোই। দাড়ি দিয়ে যেভাবে তিনি এত ওজন তুলেছেন তা সত্যিই অবাক করে দেয়। তবে কীভাবে Antanas Kontrima নামের ব্যক্তি এমন স্টান্ট করলেন তা ভেবেই অবাক হয়েছেন নেটিজ়েনরা।

ভিডিয়োতে দেখা গিয়েছে, একটি বড় টেবিলের উপর শুয়ে রয়েছে এক মহিলা। তার পেটের কাছে একটা বেল্ট বাঁধা রয়েছে। সেখানেই আটকানো রয়েছে ওই বৃদ্ধ ব্যক্তির দাড়ি। মহিলা হাত দিয়ে ধরে রেখেছেন বেল্ট। এবার আস্তে আস্তে দাড়ির জোরে মহিলাকে উপরে তুলে নিলেন ওই বৃদ্ধ ব্যক্তি। একসময় Antanas Kontrima- র চোখমুখ কুঁচকে যাওয়া দেখে মনে হচ্ছিল যে হয়তো তিনি সফল হবে না। কিন্তু সবাইকে চমকে দিয়ে প্রবল শক্তিতে মহিলাকে দাড়ির সাহায্যে শেষ পর্যন্ত তুলেই নিয়েছেন তিনি।

আরও পড়ুন- Viral Video: হাত ভেঙেছে গোপালের, বিগ্রহ নিয়ে সটান হাসপাতালে হাজির পুরোহিত, দেখুন ভিডিয়ো

আরও পড়ুন- Viral Video: গরম বালিতে পোড়ানো হচ্ছে টোম্যাটো, তা দিয়েই তৈরি হচ্ছে টোম্যাটো চাট! কী বলছেন নেটিজ়েনরা?

আরও পড়ুন- Viral Video: নিজের বব কাট চুলের যত্ন নিতে মাহুতকে সাহায্য হাতির, ভিডিয়ো দেখে মুগ্ধ নেটিজেনরা…