AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Viral Video: আনমনে হাঁটতে থাকা ছেলেকে স্কুটারে ধাক্কা ‘আত্মবিশ্বাসী’ মহিলার, নেটপাড়ায় হাসাহাসি

নেটপাড়ার লোকজন ওই মহিলাকে বলছেন, 'পাপা কি পরী'। অপ্রত্যাশিত ভাবেই তিনি ওই ছেলেটির সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন। সে সময় ওই রাস্তা দিয়ে আর যাঁরা যাচ্ছিলেন, তাঁরা এই ঘটনা দেখে ভাবছিলেন, সত্যিই বিপদ বলে কয়ে আসে না! সঙ্গে মুহূর্তটি ফ্রেমবন্দিও করছিলেন, যা এখন সোশ্যাল মিডিয়ায় তীব্র ভাইরাল।

Viral Video: আনমনে হাঁটতে থাকা ছেলেকে স্কুটারে ধাক্কা 'আত্মবিশ্বাসী' মহিলার, নেটপাড়ায় হাসাহাসি
অবাক কাণ্ড বটে!
| Edited By: | Updated on: Nov 21, 2023 | 11:15 PM
Share

আচ্ছা, হঠাৎ রাস্তায় হাঁটতে বেরোলেন। কোনও কিছু করলেন না, হাঁটতে হাঁটতে হঠাৎই আপনার পিছনে যদি একটি বাইক ধাক্কা মারে, কেমন লাগবে বলুন তো! যেমনই লাগুক, প্রথমে তো মাথাটা খুব গরম হবে, তাই না? সেরকমই এক কাণ্ড ঘটেছে, যার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। সেই ভিডিয়োতে দেখা গিয়েছে, এক মহিলা বাড়ি থেকে স্কুটার নিয়ে বেরিয়ে অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে তা চালাচ্ছেন। কিন্তু বিপদ তো আর বলে কয়ে আসে না! সে সময় রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল একটি ছেলে। মহিলা হঠাৎই ছেলেটিকে ধাক্কা মারলেন, যা দেখার পরে নেটিজ়েনরা বেজায় হাসাহাসি করছেন!

নেটিজ়েনরা হাসাহাসি করছেন ঠিকই। কিন্তু এই শীতের সময় বাইক বা স্কুটারের ধাক্কা যে কতটা বিপজ্জনক হয়, তা একমাত্র ওই ভুক্তভোগী ছেলেটি ছাড়া আর কেউই বুঝতে পারবে না। নেটপাড়ার লোকজন ওই মহিলাকে বলছেন, ‘পাপা কি পরী’। অপ্রত্যাশিত ভাবেই তিনি ওই ছেলেটির সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন। সে সময় ওই রাস্তা দিয়ে আর যাঁরা যাচ্ছিলেন, তাঁরা এই ঘটনা দেখে ভাবছিলেন, সত্যিই বিপদ বলে কয়ে আসে না! সঙ্গে মুহূর্তটি ফ্রেমবন্দিও করছিলেন, যা এখন সোশ্যাল মিডিয়ায় তীব্র ভাইরাল।

তবে কেউ কেউ আবার ছেলেটির দোষও দিয়েছেন! একটু মজার স্বরেই তাঁরা বলেছেন, ‘ছেলেটাকে এখন কে রাস্তায় বেরোতে বলেছিল!’ কেউ আবার মহিলাকে ‘পাপা কি পরী’ বলার বিরুদ্ধে সরব হয়েছেন। তাঁদের দাবি, “এই ধরনের দায়িত্বজ্ঞানহীন লোকজনের কারণে লোকজন মেয়েদের গাড়ি চালানো নিয়ে ঠাট্টা করার সুযোগ পায়।”

যদিও মেয়েটির স্কুটার চালানোর ধরনও ছিল বড়ই অদ্ভুত। এভাবে রাস্তায় স্কুটার চালালে নিরপরাধ পথচারীদের সঙ্গে সংঘর্ষ হওয়া খুবই স্বাভাবিক বলে দাবি করেছেন অনেকে। ইনস্টাগ্রামে এই ভিডিয়োটি শেয়ার করা হয়েছে @coolfunnytshirt নামক একটি হ্যান্ডেল থেকে। প্রচুর মানুষ ভিডিয়োটি দেখেছেন, কমেন্টও করেছেন অনেকে।