Brain Teaser: শুধুই সাপ নয়, এই ছবিতে রয়েছে একটি ললিপপও, কোথায় বলুন তো

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Oct 27, 2023 | 8:02 PM

Viral Optical Illusion: এই যে ছবিটা আপনি দেখছেন, এখানে একটা সাপ তো দেখা যাচ্ছেই। তবে শুধু সাপই নয়। ছবিতে একটি ক্যান্ডিও রয়েছে। প্রাথমিক ভাবে ছবিটি থেকে হয়তো সেই ক্যান্ডি আপনার নজরে আসবে না। কিন্তু একটু যদি খুঁটিয়ে ছবিটা দেখেন, তাহলেই নজরে আসবে ক্যান্ডি। ভাল করে দেখুন তো একবার।

Brain Teaser: শুধুই সাপ নয়, এই ছবিতে রয়েছে একটি ললিপপও, কোথায় বলুন তো
সাপ ছাড়া এই ছবি থেকে আর কিছু নজরে আসছে আপনার?

Follow Us

অপটিক্যাল ইলিউশন মানুষের মনকে সবসময়ই বিভ্রান্ত করে। আপনি দেখবেন এক, ভাববেন আর এক, শেষ পর্যন্ত দেখা যাবে অন্য কিছু। সেরকম কিছু ছবি আজকাল সোশ্যাল মিডিয়ায় খুবই ভাইরাল হচ্ছে। এই ধরনের ছবির মধ্যে এমনই কিছু লুকিয়ে থাকে, যা খুঁজতে অনেকেরই কালঘাম ছোটে। তা-ও মানুষ পড়ে থাকেন এই ছবিগুলির পিছনে। কী কারণ?

আসলে এই ছবিগুলিই হল প্রকৃতপক্ষে ধাঁধা, যা আপনার মনকে আচ্ছন্ন করে। আপাতদৃষ্টিতে আপনার মনে হতে পারে, ছবিতে কিছুই নেই। আসলে কিন্তু তা নয়। এই ছবিগুলি এতটা জনপ্রিয় হয় তার একটা কারণ হল আপনার মস্তিষ্ককে শাণিত করতে পারে। তার মধ্যে দিয়েই আপনার আইকিউ লেভেল উন্নত হতে পারে। সেরকমই একটা ছবি আপনাদের জন্য নিয়ে এসেছি।

এই যে ছবিটা আপনি দেখছেন, এখানে একটা সাপ তো দেখা যাচ্ছেই। তবে শুধু সাপই নয়। ছবিতে একটি ক্যান্ডিও রয়েছে। প্রাথমিক ভাবে ছবিটি থেকে হয়তো সেই ক্যান্ডি আপনার নজরে আসবে না। কিন্তু একটু যদি খুঁটিয়ে ছবিটা দেখেন, তাহলেই নজরে আসবে ক্যান্ডি। ভাল করে দেখুন তো একবার।

আশা করি, এতক্ষণে আপনি এই অপটিক্যাল ইলিউশনের সমাধান করতে পেরেছেন। আর তা যদি না পারেন, তাহলেও চিন্তার কোনও কারণ নেই। নিজের ছবিটা দেখলেই বুঝতে পারবেন, কোথায় রয়েছে সেই ক্যান্ডি বা ললিপপ।

Next Article