Optical Illusion: ঘন জঙ্গলের এই ছবি থেকে একটি সাপকে 7 সেকেন্ডের মধ্যে খুঁজে বের করতে পারবেন?

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

May 02, 2023 | 8:50 AM

Optical Illusion Today: আপনার সামনে যে ছবিটি রয়েছে, তাতে একটি সবুজ বন দৃশ্যমান। এদিকে কোথাও একটা সাপও লুকিয়ে আছে। আপনাকে পরবর্তী 7 সেকেন্ডের মধ্যে সেই সাপটিকে খুঁজে বের করতে হবে।

Optical Illusion: ঘন জঙ্গলের এই ছবি থেকে একটি সাপকে 7 সেকেন্ডের মধ্যে খুঁজে বের করতে পারবেন?
খুঁজে পেলেন সাপটিকে?

Follow Us

Latest Optical Illusion: মোবাইলে ঘণ্টার পর ঘণ্টা আমরা বড় ভিডিয়ো বা রিলস দেখে কাটিয়ে দিতে পারি। তার পাশাপাশিই আবার নিজেকে আর একটু ব্যস্ত রাখতে এবং সর্বোপরি মাথাটা একটু খাটাতে আমরা আজকাল অপটিক্যাল ইলিউশনেও ব্যাপক পরিমাণে মশগুল। এই ধরনের ছবির ধাঁধাগুলি আসলে সময় কাটানোর অন্যতম সৃজনশীল উপায়। দীর্ঘ সময় ধরে আমরা একটা অপটিক্যাল ইলিউশনের পিছনে পড়ে থাকি, তার সমাধান করতে। তবে এগুলির সমাধান করতে দরকার আমাদের যৌক্তিক চিন্তাভাবনা এবং পর্যবেক্ষণ দক্ষতা।

সবুজ অরণ্যের ছবিতে যা কিছু খুঁজে পাওয়া খুবই দুষ্কর, মোটেই সহজ নয়। সবুজে ঘেরা জঙ্গলে এমন অনেক কিছুই থাকে, যা দেখে আমাদের চোখ গুলিয়ে যায়। সেরকমই জঙ্গলের ভিতর থেকে অনেক বারই প্রাণীদের খুঁজে বের করার কঠিন কাজটি করে দেখেছেন আপনি। এবারও সেরকমই একটা ছবি নিয়ে এসেছি আপনাদের জন্য। এখানে একটা সাপ রয়েছে। সেই সাপটিকেই আপনাকে খুঁজে বের করতে হবে কয়েক সেকেন্ডের মধ্যে। বলতে পারেন, কোথায় রয়েছে সেই সাপটা?

কথিত আছে, এভাবে ছবিগুলোতে লুকিয়ে থাকা জিনিসগুলো খুঁজে বের করলে আপনার বুদ্ধিমত্তা আরও তীক্ষ্ণ হয়। আপনার সামনে যে ছবিটি রয়েছে, তাতে একটি সবুজ বন দৃশ্যমান। এদিকে কোথাও একটা সাপও লুকিয়ে আছে। আপনাকে পরবর্তী 7 সেকেন্ডের মধ্যে সেই সাপটিকে খুঁজে বের করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যেই আপনি যদি সাপটিকে খুঁজে পান, তাহলে আপনার পর্যবেক্ষণ দক্ষতার প্রশংসা করতে হয়।

হিন্ট চাইছেন? তাহলে বলে রাখি, এখানে সাপটিকে কালো বা বাদামি ভেবে ভুল করবেন না। জঙ্গলের এই সাপটি যে কোনও রঙের হতে পারে। এবার বলুন তো, কোথায় সেই সাপ?

এখনও আপনি যদি সাপটিকে খুঁজে না পান, তাহলে নিচের ছবিটি দেখে নিন।

Next Article