Optical Illusion: ‘মাথাটা নাড়ালেই আপনি ছবি দেখতে পাবেন’, কার ছবি জানেন?
Optical Illusion Today: টুইটারে এই ছবিটি পোস্ট করা হয়েছে Crazy Optical Illusions নামক একটি হ্যান্ডেল থেকে। ক্যাপশনে লেখা হয়েছে, 'এই ছবিটি দেখতে আপনার মাথা নাড়ুন।'সত্যি কথা বলতে গেলে কী, আপাত দৃষ্টিতে এই ছবিতে কিসসু দেখা যাচ্ছে না। ফাঁকা একটা ধূসর ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে মাত্র, তাছাড়া আর কিছুই নেই।
Latest Optical Illusion: অপটিক্যাল ইলিউশন মানেই তা আমাদের মন আর মস্তিষ্ককে নিয়ে খেলা করবে। সোশ্যাল মিডিয়ায় অনেক রকমের অপটিক্যাল ইলিউশন নজরে আসে আমাদের। তার কিছু-কিছু যেমন আমাদের ব্যক্তিত্বের একটা লুকিয়ে রাখা দিক তুলে ধরে, তেমনই আবার কিছু এমনও থাকে যেগুলি আপনার দৃষ্টিশক্তির কঠোর পরীক্ষা নেয়, পরীক্ষা নেয় আমাদের পর্যবেক্ষণ দক্ষতার। অনেকেই হয়তো জানেন না যে, অপটিক্যাল ইলিউশন আজকের জিনিস নয়। আগেকার দিনে রাজারাও মানুষের IQ পরীক্ষা করতে এই পদ্ধতির সাহায্য নিতেন। সেই পদ্ধতিই আজ সোশ্যাল মিডিয়ার দৌলতে নতুন নাম পেয়েছে, অপটিক্যাল ইলিউশন। আজকে, চমৎকার একটা ছবি নিয়ে হাজির হয়েছি আমরা। ছবিটি নেটপাড়ায় ভাইরালও হয়েছে খুব। বলা হচ্ছে, ছবিটিতে যা রয়েছে তা আপনি কেবল মাথা নাড়ালেই দেখতে পাবেন।
টুইটারে এই ছবিটি পোস্ট করা হয়েছে Crazy Optical Illusions নামক একটি হ্যান্ডেল থেকে। ক্যাপশনে লেখা হয়েছে, ‘এই ছবিটি দেখতে আপনার মাথা নাড়ুন।’সত্যি কথা বলতে গেলে কী, আপাত দৃষ্টিতে এই ছবিতে কিসসু দেখা যাচ্ছে না। ফাঁকা একটা ধূসর ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে মাত্র, তাছাড়া আর কিছুই নেই। আর সেই ছবি দেখার পরে নেটিজ়েনরা মাথা নাড়ানোর বদলে নিজেদের মাথা চুলকোতে শুরু করে দিয়েছেন। আপনারও কি সেই একই অবস্থা?
— Crazy Optical Illusions (@crazyiIIusions) June 5, 2021
গত 6 জুন এই ছবিটি শেয়ার করা হয়েছিল। হাজার-হাজার মানুষ এই ছবিটি দেখেছেন। এর মধ্যেই পোস্টটিতে 11,500 বার লাইক পড়েছে। প্রচুর মানুষ ছবিতে কমেন্ট করেছেন। একজন লিখছেন, “আমি গত এক ঘণ্টা ধরে চেষ্টা করছি, কিছুই দেখতে পাচ্ছি না।” দ্বিতীয় জন যোগ করলেন, “এটা দেখার পরে আমার কম্পিউটারটা ভেঙে ফেলেছি। এবার ফোনটাকেও ছুড়ে ফেলব বলে ভাবছি। এতক্ষণ ধরে মোবাইল ডেটা খরচের পয়সা ফেরত চাইছি।”
আপনি বিভ্রান্ত হবেন, দিকভ্রান্ত হবেন, সেই কারণেই তো এটি অপটিক্যাল ইলিউশন। আসলে, এই ছবিটা যেহেতু ব্ল্যাঙ্ক, তাই এখানে আপনি কেবল আপনাকেই দেখতে পাবেন। ঠিক যেমনটা আপনার মোবাইল স্ক্রিনের আলো না জ্বাললে আপনি আপনাকেই দেখতে পাবেন।