Viral Video: কোবরার মাথায় জল ঢালতেই নাচ শুরু করে দিল, মুহূর্তে ভাইরাল ভিডিয়ো

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Aug 11, 2023 | 8:23 PM

Viral Video Today: এক ব্যক্তি দুটি কোবরা সাপের মাথায় জল ঢালছেন। ঠিক যেন তিনি জলাভিষেক করছেন। তারপরেই দেখা যায় আর এক আশ্চর্যজনক ঘটনা। ব্যক্তির জল ঢালা হয়ে গেলেই সাপ দুটো সেখানে নাচতে শুরু করে দেয়।

Viral Video: কোবরার মাথায় জল ঢালতেই নাচ শুরু করে দিল, মুহূর্তে ভাইরাল ভিডিয়ো
প্রতীকী ছবি।

Follow Us

Latest Viral Video: শ্রাবণ মাস চলছে। হিন্দু ধর্মে এই মাসের বিশেষ গুরুত্ব রয়েছে। শিবভক্তরা এই মাসে মহাদেবের বিশেষ পুজো করেন। এই পবিত্র মাসে অনেকেই শিবকে দুধ দিয়ে স্নান করান। অনেকে বিশ্বাস করেন, শ্রাবণ মাসে শিবের পুজো করলে তাঁদের সমস্ত ইচ্ছে পূরণ হয়। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, শ্রাবণমাসে জীবন্ত সাপ দেখা খুবই শুভ বলে মনে করা হয়। সেই কারণেই এই মাসে কারও নজরে সাপ এলেই তাঁরা সঙ্গে-সঙ্গে তাকে দুধ খাওয়ায়, জলও ঢালে তার উপরে। বিষয়টাকে অনেকের শিবের মাথায় জল ঢালার সঙ্গেও তুলনা করে থাকেন।

সেরকমই একটা ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হয়েছে। সেখানে দেখা গিয়েছে, এক ব্যক্তি দুটি কোবরা সাপের মাথায় জল ঢালছেন। ঠিক যেন তিনি জলাভিষেক করছেন। তারপরেই দেখা যায় আর এক আশ্চর্যজনক ঘটনা। ব্যক্তির জল ঢালা হয়ে গেলেই সাপ দুটো সেখানে নাচতে শুরু করে দেয়। ভিডিয়োটি দেখার পরে আপনার মনে ভয় ধরতে পারে, ঠিক যে ভাবে সাপ বা সাপের ভিডিয়ো দেখার পরে অনেকেই ভয় পেয়ে যান।


জানা গিয়েছে, সাপকে যে ব্যক্তি জল দিলেন তাঁর নাম শিন্টু। তিনি একজন পশু উদ্ধারকারী। যে কোনও পশুর প্রতি তাদের ভালবাসা এক্কেবারে অন্যরকমের। আহত পশুকে সুস্থ করে তোলার তাঁদের প্রচেষ্টা যেন সত্যিই সন্তানকে লালন করার মতোই। শিন্টু নামের ওই সাপ উদ্ধারকারী তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে ভিডিয়োটি শেয়ার করেছেন। ব্যাপক ভাইরাল হয়েছে এই ভিডিয়ো। সাপকে যে ভাবে তিনি যত্নাদি করছিলেন, তা দেখে ভয় লাগার থেকেও বেশি নেটিজ়েনদের একটা বড় অংশ বিস্মিত হয়েছেন।

ভিডিয়োর শুরুতেই সাপ দুটিকে একটি উঠোনে শুয়ে থাকতে দেখা গিয়েছিল। কিছুক্ষণের মধ্যেই একজন উদ্ধারকারী সেখানে মগ ভর্তি করে জল নিয়ে আসেন এবং কোবরার মাথায় তা ঢেলে দিতে থাকেন। তাদের মধ্যেই একটি কোবরাকে জল পাওয়ার আনন্দে নাচতে দেখা যায়। খুব অল্প সময়ের মধ্যেই এই ভিডিয়োর ভিউ 24,000 ছাপিয়ে গিয়েছে। প্রচুর মানুষ সেখানে কমেন্টও করেছেন।

Next Article